চলতি সপ্তাহের যে কোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২১
আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রস্তুত। চলতি সপ্তাহের যে কোনো দিন এর তফসিল ঘোষণা হতে যাচ্ছে।
রোববার সকালে এই তফসিল চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিশনের সভা হয়। পরে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নিজেদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেব- এই প্রত্যয়ে এগিয়ে চলছি।’
নির্বাচন কমিশন সূত্র আগেই জানিয়েছিল, তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। সে অনুযায়ী আগামী বুধবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ।
এই দুই বৈঠকের পরই প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে গতকাল সিইসি জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ‘সঠিক ও সুন্দরভাবে’ এগোচ্ছে। এরই মধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা করতে যাচ্ছে।
নির্বাচন কমিশনও জানিয়ে রেখেছে, নির্বাচনের আগে ৬০ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমান, ডিসেম্বরের ১১ তারিখে তফসিল ঘোষণা হলে ভোট হতে পারে ১১ অথবা ১২ ফেব্রুয়ারি।
logo-1-1740906910.png)