Logo
×

Follow Us

বাংলাদেশ

উচ্চশিক্ষার খবর

কানাডা কমাচ্ছে স্টুডেন্ট ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

কানাডা কমাচ্ছে স্টুডেন্ট ভিসা

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাওয়া অনেক শিক্ষার্থীরই স্বপ্নের গন্তব্য কানাডা। কিন্তু বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে স্টুডেন্ট ভিসার হার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা অনুসারে, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত স্টাডি পারমিট ইস্যুর সংখ্যা বেশ অনেকটাই কমানো হবে। সরকার জানিয়েছে, ২০২৬ সালে কানাডা নেবে সর্বোচ্চ ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা। সে ক্ষেত্রে অস্থায়ী ভিসাধারী ও বিশেষ করে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আর বাড়াতে চায় না দেশটি। ফলে ২০২৪ ও ২০২৫ সালের তুলনায় স্টুডেন্ট ভিসা ইস্যু কমে যাবে প্রায় ৭ থেকে ১৬ শতাংশ।

কানাডা বলছে, তাদের দেশে জনসংখ্যা ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা, আবাসন সংকট মোকাবিলা এবং অস্থায়ী অভিবাসনের চাপ কমানোই এর লক্ষ্য। নতুন এই নীতি বিদেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের পরিকল্পনা, কোর্স বাছাই ও ভিসার প্রস্তুতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এসবের মাঝেও রয়েছে স্বস্তির খবর। ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারির একদম প্রথম দিন থেকেই পাবলিক ডিজাইনেটেড লার্নিং ইনস্টিটিউশনে কানাডায় মাস্টার্স বা পিএইচডি করা শিক্ষার্থীদের স্টাডি পারমিট আবেদনের সময়, আর স্টেট বা রিজিওনাল অ্যাটেস্টেশন লেটার প্রয়োজন হবে না।

Logo