২ লাখ ছাড়াল প্রবাসী ভোটার নিবন্ধন, শীর্ষে কোন দেশ?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী বাংলাদেশির সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মোট ২ লাখ ৩০ হাজার ৩১০ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন বলে ৬ ডিসেম্বর দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত আপডেটে জানানো হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৮১ হাজার ১০৮ জন পুরুষ এবং ১৯ হাজার ২০২ জন নারী।
ইসির তথ্য অনুযায়ী
সৌদি আরব থেকে সর্বোচ্চ ৪০ হাজার ৭৬৬ প্রবাসী নিবন্ধন করেছেন।
দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্র, যেখানে আবেদন করেছেন ১৯ হাজার ২২৮ জন।
তৃতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা দেশের আবেদন সংখ্যা ১১ হাজার ৪৬৫ (মূল প্রতিবেদনে দেশটির নাম উল্লেখ নেই; চাইলে আপনি নামটি যুক্ত করতে পারেন)।
প্রবাসী বাংলাদেশিরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। এর আগে ইসি ঘোষণা দিয়েছিল, ১৮ ডিসেম্বর পর্যন্ত সব দেশের জন্য এ প্রক্রিয়া উন্মুক্ত থাকবে।
এদিকে, নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসীদের বিশেষভাবে অনুরোধ করেছে নির্বাচন কমিশন। ভুল ঠিকানা দিলে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব নাও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
যারা নির্বাচনী দায়িত্বে যুক্ত থাকবেন এবং নিজ এলাকায় অবস্থান করবেন না, সেই সরকারি চাকরিজীবীরাও তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
logo-1-1740906910.png)