Logo
×

Follow Us

বাংলাদেশ

পোস্টাল ভোট: ভুয়া রেজিস্ট্রেশন রোধে ব্লকিং ব্যবস্থা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫

পোস্টাল ভোট: ভুয়া রেজিস্ট্রেশন রোধে ব্লকিং ব্যবস্থা চালু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে ভোটের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে চলছে নিবন্ধন কার্যক্রম। তবে শুরু থেকেই অনেক প্রবাসী নিজের প্রকৃত অবস্থান গোপন করে অন্য দেশের ঠিকানা ব্যবহার করে নিবন্ধনের চেষ্টা করছেন। এ জন্য ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দিলে সরাসরি অ্যাপ ব্লক করার ব্যবস্থা চালু করেছে ইসি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে যদি কোনো প্রবাসী এক দেশে বসে অন্য দেশের ঠিকানা ব্যবহার করেন, তবে সংশ্লিষ্ট ডিভাইসটি সঙ্গে সঙ্গে অ্যাক্সেস ব্লক করে দেওয়া হবে।

এমনকি ভুল নাম্বার দিয়ে বারবার নিবন্ধনের চেষ্টা, একই ডিভাইস থেকে সন্দেহজনক লগইন, ভিপিএন ব্যবহার করে অবস্থান গোপন করার চেষ্টা এসব ক্ষেত্রেও ডিভাইস ব্লক হবে।

ইসি কর্মকর্তারা বলেন, অতীতে পোস্টাল ব্যালট কার্যত অকার্যকর ছিল। এবার প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ভোট চালু করায় প্রবাসী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া মিলছে। তবে নিরাপত্তার স্বার্থে কঠোর যাচাই-বাছাই চালু করা হয়েছে।

তাদের ভাষ্য, “প্রবাসীদের অংশগ্রহণ ভালো। তবে আইনি হেফাজতে থাকা ভোটার, সরকারি কর্মকর্তাদের জন্য নিবন্ধন সময় এলেই বোঝা যাবে তারা কতটা আগ্রহী।” এছাড়া ১৩ হাজার ৫৯০ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় আছে এবং ১ লাখ ৮৪ হাজার ৯৫৬ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে।

ইসি প্রাথমিকভাবে প্রবাসীদের কাছ থেকে ৫০ লাখ ভোট পাওয়ার টার্গেট ধরে ভোটগ্রহণ প্রস্তুতি নিচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে ধারণা করছে কমিশন।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং জেল হাজতে থাকা ভোটাররা তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Logo