Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় বসছে প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩

ঢাকায় বসছে প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা

আগামী ৩০ ডিসেম্বর রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সমাবেশ ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’। এ আয়োজনে ২৫টির বেশি দেশ থেকে আসবেন শতাধিক প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইটি বিশেষজ্ঞ।

এই কনভেনশনকে ঘিরে ঢাকায় আসছে বিশ্বজুড়ে বাংলাদেশি চেম্বারগুলোর প্রতিনিধিরা। তাদের মধ্যে রয়েছে-

আমেরিকা-বাংলাদেশ চেম্বার

কানাডা-বাংলাদেশ চেম্বার

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার

বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই

সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার

জাপান-বাংলাদেশ চেম্বার

কোরিয়া-বাংলাদেশ চেম্বার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার

এছাড়া দেশীয় বড় ব্যবসায়ী গ্রুপ ও চেম্বারের প্রতিনিধিরাও অংশ নেবেন, যাতে দেশ-বিদেশের মধ্যে সরাসরি নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হয়। সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকেরাও থাকবেন এ আয়োজনে।

দিনব্যাপী কনভেনশনে থাকবে একাধিক থিমেটিক সেমিনার। স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, আইটি ও অর্থনীতি; এসব বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কি-নোট বক্তব্য দেবেন।

বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া হবে ‘এনআরবি অ্যাওয়ার্ড’।

আয়োজক প্রতিষ্ঠান এনআরবি ওয়ার্ল্ড জানায়, এই কনভেনশনের মূল লক্ষ্য হলো দেশের সঙ্গে প্রবাসীদের একটি কার্যকর ও স্থায়ী সম্পর্ক তৈরি করা।

এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন, “প্রবাসী বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন প্রকল্পে উৎসাহিত করা এবং দক্ষ প্রবাসী পেশাজীবীদের দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত করাই আমাদের উদ্দেশ্য।”

Logo