Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের কোন জেলায় ফাইভ স্টার হোটেল আছে কতগুলো?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭

বাংলাদেশের কোন জেলায় ফাইভ স্টার হোটেল আছে কতগুলো?

বাংলাদেশে সরকার অনুমোদিত পাঁচতারকা হোটেলের সংখ্যা দাঁড়িয়েছে ২০। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী এসব হোটেল আন্তর্জাতিক মানের কক্ষ, নিরাপত্তা, রেস্টুরেন্ট, স্বাস্থ্যসেবা, পরিবেশ, স্টাফ প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেছে। ফলে ভ্রমণকারীরা নিশ্চিন্তে এসব হোটেল বেছে নিতে পারেন।  

ঢাকার পাঁচ তারকা হোটেল:

রাজধানী ঢাকায় রয়েছে বেশ কয়েকটি স্বীকৃত হোটেল। এগুলো হলো- প্যান প্যাসিফিক সোনারগাঁও, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল সারিনা, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, লো মেরিডিয়ান, রেনেসাঁ হোটেলস এবং কারিশমা সার্ভিসেস লিমিটেড। গুলশান, বনানী, খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় অবস্থিত এসব হোটেল ব্যবসায়িক ভ্রমণ, কনফারেন্স, কনসার্ট ও আন্তর্জাতিক ইভেন্টে জনপ্রিয়।  

কক্সবাজারের পাঁচতারকা হোটেল:

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে বিলাসী পর্যটকদের জন্য রয়েছে রয়্যাল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, সিগাল হোটেল, ওশান প্যারাডাইস এবং সাইমন বিচ রিসোর্ট। সমুদ্রের কাছাকাছি এসব হোটেল ইনফিনিটি পুল, বিচ অ্যাক্সেস, লাইভ রেস্টুরেন্ট ও স্পা সেবার জন্য পরিচিত।  

সিলেট বিভাগের হোটেল ও রিসোর্ট:

শান্ত পরিবেশে ভ্রমণকারীদের জন্য সিলেট অঞ্চলে রয়েছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ (শ্রীমঙ্গল), দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট (হবিগঞ্জ), গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট এবং গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট।  

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল:

দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে সরকারি তালিকা অনুযায়ী রয়েছে একটি হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউ।  

সাম্প্রতিক আপডেটে উত্তর ও দক্ষিণাঞ্চলের দুটি হোটেল যুক্ত হয়েছে। এগুলো হলো মম ইন হোটেল (বগুড়া) এবং হোটেল জাবীর প্যারাডাইস (যশোর)।

সরকারি অনুমোদনপ্রাপ্ত এসব হোটেল মান যাচাই, নিরাপত্তা, স্টাফ কোয়ালিটি ও সেবা মান বজায় রাখতে বাধ্য। ফলে পর্যটকরা নির্দিষ্ট মানের সেবা নিশ্চিতভাবে পান।

Logo