Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীরা কতদিন স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়া ব্যবহার করবেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯

প্রবাসীরা কতদিন স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়া ব্যবহার করবেন?

বাংলাদেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে ৬০ দিনের বেশি অবস্থান করলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রবাসীদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী, যাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, তারা নিজের ব্যবহারের ফোনসহ অতিরিক্ত দুটি নতুন ফোন ফ্রিতে আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত ফোন আনতে পারবেন। তবে এ ক্ষেত্রে মোবাইল ক্রয়ের বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে, যাতে চোরাচালান রোধ করা যায়।

সরকার বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর উদ্যোগ নিয়েছে। বর্তমানে এই শুল্ক প্রায় ৬১ শতাংশ। শুল্ক কমলে বৈধ আমদানিকৃত ফোনের দাম কমবে এবং বাজারে প্রতিযোগিতা বাড়বে। তবে আমদানি শুল্ক কমালে দেশের ১৩-১৪টি মোবাইল উৎপাদনকারী ফ্যাক্টরির শুল্ক ও ভ্যাটও সমন্বয় করতে হবে, যাতে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হয়।

বিটিআরসি ও এনবিআর যৌথভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে আমদানি ও অভ্যন্তরীণ উৎপাদনের শুল্ক সমন্বয় করে দেশের ডিভাইস শিল্পকে সহায়তা করা যায়।

ব্যক্তিগত নিরাপত্তার জন্য মোবাইল সিম নিবন্ধন বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার না করলে সাইবার অপরাধ, স্ক্যামিং, মোবাইল ব্যাংকিং জালিয়াতি ইত্যাদির ঝুঁকি বাড়ে। ক্লোন, চুরি/ছিনতাই করা এবং রিফারবিশড মোবাইল আমদানি বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধভাবে আমদানিকৃত স্টক ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নম্বর রয়েছে, সেগুলো বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে বৈধ করার সুযোগ দেওয়া হবে। তবে ক্লোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়।

১৬ ডিসেম্বরের আগে সচলকৃত ফোন বন্ধ হবে না। এ বিষয়ে ছড়ানো গুজবে কান না দিতে বলা হয়েছে। ওই দিন থেকে এনইআইআর (National Equipment Identity Register) চালু হচ্ছে। তাই বৈধ আইএমইআই নম্বর ছাড়া হ্যান্ডসেট কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশ-বিদেশের পুরোনো ফোনের ডাম্পিং বন্ধ করতে কেসিং পরিবর্তন করে দেশে ঢোকানো ইলেকট্রনিক বর্জ্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারত, থাইল্যান্ড, চীন থেকে আসা ফ্লাইটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং কাস্টমস থেকে অভিযান চালানো হবে।

প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫-এ সিমের ইকেওয়াইসি ও আইএমইআই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধানও যুক্ত করা হয়েছে।

Logo