প্রবাসীদের জন্য সহজ হলো মোবাইল ব্যাংকিং পরিচালনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১
বাংলাদেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ প্রবাসীদের জন্য একাউন্ট খোলার সুযোগ চালু করেছে। ফলে বিদেশে থাকা বাংলাদেশিরা এখন সরাসরি বিকাশ অ্যাপ ব্যবহার করে দেশে টাকা পাঠাতে পারবেন।
বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা যে কোনো দেশে অবস্থান করেই বিকাশ অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুলতে পারবেন। এজন্য প্রয়োজন হবে বৈধ বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID) এবং মোবাইল নাম্বার। প্রবাসীরা তাদের মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন সম্পন্ন করলে একাউন্ট চালু হবে।
প্রবাসীদের জন্য এই সেবা চালুর ফলে রেমিট্যান্স পাঠানো আরো সহজ ও নিরাপদ হবে। আগে অনেক ক্ষেত্রে প্রবাসীরা অনানুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করতেন, যা ঝুঁকিপূর্ণ ছিল। এখন বিকাশের মাধ্যমে তারা সরাসরি বৈধ চ্যানেলে টাকা পাঠাতে পারবেন।
বিকাশ জানিয়েছে, প্রবাসীরা অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানোর পাশাপাশি দেশে থাকা পরিবারের জন্য বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, কেনাকাটা ও অন্যান্য ডিজিটাল পেমেন্টও করতে পারবেন। এতে সময় ও খরচ দুটিই কমবে।
একাউন্ট খোলার প্রক্রিয়ায় প্রবাসীদের প্রথমে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশনের পর একাউন্ট সক্রিয় হবে। প্রবাসীরা চাইলে তাদের একাউন্টে টাকা পাঠাতে পারবেন আন্তর্জাতিক মানি ট্রান্সফার পার্টনারদের মাধ্যমে। বর্তমানে ২৩টিরও বেশি দেশে এই সেবা পাওয়া যাচ্ছে।
বিকাশের তথ্য অনুযায়ী, প্রবাসীরা যে দেশগুলো থেকে টাকা পাঠাতে পারবেন, তার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, আমিরাত, ওমান, কাতার, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, জাপানসহ আরো অনেক দেশ।
প্রবাসীরা বিকাশ একাউন্টে টাকা পাঠানোর পর তা সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তুলতে পারবেন। এছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবহারের মাধ্যমে তারা নগদ অর্থের ঝুঁকি থেকেও মুক্ত থাকবেন।
বিকাশ কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী আয় আরো স্বচ্ছ ও কার্যকর হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।
logo-1-1740906910.png)