Logo
×

Follow Us

বাংলাদেশ

উচ্চশিক্ষার খবর

কেবল বিদেশি ডিগ্রি নয়, স্টুডেন্টরা চাইছেন সুরক্ষা-নিরাপত্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫

কেবল বিদেশি ডিগ্রি নয়, স্টুডেন্টরা চাইছেন সুরক্ষা-নিরাপত্তা

বিদেশে পড়াশোনা করতে চাওয়া স্টুডেন্টদের পছন্দের দেশের তালিকা বদলে যাচ্ছে। আগের মতো শুধু নামি বিশ্ববিদ্যালয় বা ভালো কোর্স নয়; এখন নিরাপত্তা, মানসিক সহায়তা এবং সাপোর্ট সিস্টেম শিক্ষার্থীদের পছন্দের প্রতিষ্ঠান বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। 

সাম্প্রতিক এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনায় আগ্রহী হলেও ভিসা জটিলতা, বাসস্থানের নিরাপত্তা, সাংস্কৃতিক অভিযোজন, আর্থিক চাপ ও মানসিক সুস্থতার মতো বিষয়গুলো নিয়ে আগের তুলনায় অনেক বেশি সচেতন। ফলে তারা এমন দেশ ও বিশ্ববিদ্যালয় বেছে নিচ্ছেন, যেখানে জরুরি সহায়তা সেবা, শক্তিশালী ক্যাম্পাস সিকিউরিটি, কাউন্সেলিং সুবিধা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে সাপোর্ট সিস্টেম। দ্য পাই নিউজ এ খবর দিয়েছে। 

বিশেষজ্ঞরা মনে করেন, করোনা-পরবর্তী বাস্তবতা, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক ছাত্রদের প্রতি সহনশীলতা; সব মিলিয়ে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এখন নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত থাকা জরুরি বিষয় হয়ে পড়েছে। ফলে বিশ্বব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি, মানসিক সহায়তা বাড়ানো এবং নিরাপত্তা কাঠামো শক্তিশালী করার উদ্যোগ জোরদার করছে। 

বিদেশে পড়াশোনার আকর্ষণ তাই এখন শুধু আর ডিগ্রি নয়, একটি নিরাপদ ও সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মূল লক্ষ্য।

Logo