Logo
×

Follow Us

বাংলাদেশ

নিবন্ধন করতে পেরে খুশি ফ্রান্সের প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬

নিবন্ধন করতে পেরে খুশি ফ্রান্সের প্রবাসীরা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। এ উদ্যোগে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে।  

২৬ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে প্রবাসীরা দলবদ্ধভাবে নিবন্ধন করছেন। শুরুতে ওটিপি পাওয়া ও ছবি আপলোড নিয়ে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও বর্তমানে প্রক্রিয়াটি অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। সবচেয়ে বড় সুবিধা হলো, রিফিউজি স্ট্যাটাসে থাকা অনেক প্রবাসীর পাসপোর্ট না থাকলেও কেবল জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েই নিবন্ধন করা যাচ্ছে। এতে একটি বড় জনগোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে।  

প্রবাসী সংগঠনগুলো মনে করছে, এ উদ্যোগ দেশের গণতন্ত্রকে আরো অন্তর্ভুক্তিমূলক করবে। ডাকযোগে ব্যালট পাঠানো ও ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়া সরকারিভাবে নির্ধারিত হওয়ায় ভোটারদের কোনো অতিরিক্ত খরচ করতে হবে না।  

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ভোটার সোহেল উদ্দিন বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হওয়া আমাদের জন্য ঐতিহাসিক ঘটনা। প্রবাসে থেকেও নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা দীর্ঘদিনের প্রতীক্ষিত অধিকার।  

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের প্রবাসী ভোটার মোহাম্মদ আবুল হোসেন পাটোয়ারী বলেন, ফ্রান্স প্রবাসীদের ৫৪ বছরের দাবি পূরণ হয়েছে। পোস্টাল ব্যালট চালুর জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

ফ্রান্স প্রবাসী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট নিয়াজ মাহমুদ বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চালিকাশক্তি নন, তারা এখন গণতন্ত্রের সঙ্গেও যুক্ত হচ্ছেন। তার মতে, পোস্টাল ভোট কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিন ধরে বিদেশে থাকা কোটি বাংলাদেশির যে স্বপ্ন ছিল, এ উদ্যোগ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।

Logo