হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় ঘুষ গ্রহণ ও জাল কাগজপত্র ব্যবহার করে যাত্রীদের ছাড়পত্র দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩০ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় গিয়ে অভিযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ সুপারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমিগ্রেশন কর্মকর্তাদের যোগসাজশে ঘুষ লেনদেন ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে যাত্রীদের ছাড়পত্র দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য যাচাই-বাছাই করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে পরে কমিশনে দাখিল করা হবে।
দুদক বলছে, প্রাথমিক অভিযোগের সত্যতা যাচাই এবং অনিয়মের উৎস শনাক্ত করতে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিশন মনে করছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ইমিগ্রেশন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
logo-1-1740906910.png)