Logo
×

Follow Us

বাংলাদেশ

কম্বোডিয়ায় স্ক্যাম জবের ফাঁদে পড়ছেন বিদেশগামীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৪

কম্বোডিয়ায় স্ক্যাম জবের ফাঁদে পড়ছেন বিদেশগামীরা

কম্বোডিয়ার বিভিন্ন ক্যাসিনো ও অনলাইন কোম্পানিতে “কম্পিউটার অপারেটর”, “ডিজিটাল মার্কেটিং”, “চ্যাট সাপোর্ট” ইত্যাদি নামে চাকরির অফার দেওয়া হচ্ছে। কিন্তু এসব চাকরির বেশির ভাগই আসলে অনলাইন স্ক্যাম ও সাইবার প্রতারণার কেন্দ্র। এতে যুক্ত হলে চাকরি পাওয়া তো দূরের কথা; মানব পাচার, অবরুদ্ধ করে রাখা, নির্যাতন এমনকি মৃত্যুর ঝুঁকিও রয়েছে।  

প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, এসব চাকরিতে যোগ দিলে নানা ধরনের বিপদে পড়তে হয়। প্রথমত, মানব পাচারের ঝুঁকি থাকে। অনেক ক্ষেত্রে পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, অফিস বা ভবনের ভেতরে আটকে রাখা হয় এবং পালাতে চাইলে মারধর বা জরিমানা করা হয়।  

দ্বিতীয়ত, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। কাজ অস্বীকার করলে মারধর করা হয়, ফোন ও ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা থাকে এবং ভয় ও আতঙ্কে দিন কাটাতে হয়।  

তৃতীয়ত, এসব চাকরিতে সাধারণ কাজ নয়, বরং জোর করে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করা হয়। এর মধ্যে থাকে অনলাইন রোমান্স স্ক্যাম, ক্রিপ্টো প্রতারণা, বিনিয়োগ স্ক্যাম, ডেটা চুরি ও হ্যাকিং। এগুলো আন্তর্জাতিক অপরাধ, যা ভবিষ্যতে বড় আইনি বিপদ ডেকে আনতে পারে।  

চতুর্থত, আইনি ঝুঁকি থাকে। স্ক্যাম ধরা পড়লে গ্রেফতার, জেল, জরিমানা বা ডিপোর্ট হতে পারে। অপরাধ রেকর্ড থাকলে ভবিষ্যতে অন্য কোনো দেশের ভিসা পাওয়া কঠিন হয়ে যায়।  

পঞ্চমত, বেতন না পাওয়া ও প্রতারণার ঘটনা ঘটে। ভুয়া চুক্তি দেখিয়ে কাজ করানো হয়, পরে বেতন দেওয়া হয় না। অনেককে এক সেন্টার থেকে আরেক সেন্টারে “বিক্রি” করে দেওয়া হয়।  

ষষ্ঠত, পরিবারের মানসম্মান ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। স্ক্যামের সঙ্গে যুক্ত থাকলে ক্যারিয়ার ধ্বংস হয়, দেশে ফেরার পর সামাজিক ও পারিবারিক সমস্যায় পড়তে হয় এবং ভবিষ্যতে ভালো চাকরি বা বিদেশে যাওয়ার সম্ভাবনা কমে যায়।  

সবশেষে, জীবন ঝুঁকি থাকে। পালাতে গেলে বা টাকার বিরোধে মারধর, বন্দি করে রাখা এমনকি মৃত্যুর ঘটনাও ঘটতে পারে।  

বিশেষজ্ঞরা বলছেন, এসব চাকরি পুরোপুরি অবৈধ এবং মানব পাচার চক্র দ্বারা পরিচালিত। একবার এতে যুক্ত হলে বের হওয়া অত্যন্ত কঠিন। তাই প্রবাসীদের প্রতি অনুরোধ, কোনো অপরিচিত এজেন্সি বা ফেসবুক পেজের কথায় বিদেশে যাবেন না। চাকরির অফার অস্বাভাবিক ভালো মনে হলে ধরে নিতে হবে এটি প্রতারণা।

Logo