Logo
×

Follow Us

বাংলাদেশ

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৫

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ

জাতিসংঘের ইউএনসিডিপিতে পাঠানো সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ টেকসইভাবে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। আগামী বছরের ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ নির্ধারিত রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ধারাবাহিক অগ্রগতি দেশের স্থিতিস্থাপকতা ও নীতি প্রতিশ্রুতির প্রমাণ।  

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, চলতি মাসের শুরুতে প্রতিবেদনটি জাতিসংঘ প্যানেলে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়া নিয়মিত প্রক্রিয়া। এটি সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ সিদ্ধান্ত নয়। প্রতিবেদনটি পর্যালোচনা করে ইউএনসিডিপি মতামত দেবে।  

তবে ব্যবসায়ীরা, বিশেষ করে রপ্তানিকারকরা, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির ঘাটতির কথা তুলে ধরে উত্তরণ ছয় বছর পর্যন্ত স্থগিত করার দাবি জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এলডিসি থেকে উত্তরণের পর শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা বন্ধ হয়ে গেলে বাংলাদেশ প্রায় ৮ বিলিয়ন ডলারের রপ্তানি হারাতে পারে।  

‘বাংলাদেশ বাৎসরিক দেশ প্রতিবেদন ২০২৫’-এ উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে শুরু হওয়া পাঁচ বছরের প্রস্তুতি পর্ব শেষে আগামী বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উত্তীর্ণ হবে। তবে অন্তর্বর্তী সরকার ভবিষ্যৎ চ্যালেঞ্জ হিসেবে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, জ্বালানি ঘাটতি, আর্থিক খাতের দুর্বলতা, বিনিয়োগ স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, দারিদ্র্যের বিস্তার এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপের কথা উল্লেখ করেছে। রাজনৈতিক অনিশ্চয়তা ও উন্নয়ন পরিকল্পনার অভাবও অতিরিক্ত চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছে।  

জাতিসংঘের স্বাধীন মূল্যায়ন দল ইতোমধ্যে সরকারি কর্মকর্তা, বেসরকারি উদ্যোক্তা, রাজনৈতিক দলের নেতা, শ্রমিক ইউনিয়ন ও অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছে। তারা বলছেন, উত্তরণের লক্ষ্য থাকায় প্রস্তুতিমূলক উদ্যোগ সরকারকে অব্যাহতভাবে নিতে হবে।  

ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ জানিয়েছেন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ইতোমধ্যে সরকার ও জাতিসংঘে উত্তরণ স্থগিতের জন্য যৌথভাবে চিঠি দিয়েছে। তিনি বলেন, “আমরা উত্তরণ চাই, তবে এখনো প্রস্তুত নই।”  

প্রতিবেদনটি আরো জানায়, এলডিসি-পরবর্তী সময়ে উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে জাতিসংঘ, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বাড়তি সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

Logo