Logo
×

Follow Us

বাংলাদেশ

পোস্টাল ভোটিং: কোন দেশ থেকে কতজন নিবন্ধন করলেন?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:২৩

পোস্টাল ভোটিং: কোন দেশ থেকে কতজন নিবন্ধন করলেন?

প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রথম দিনেই প্রায় ৩ হাজার ৪০০ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম টিমের লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বৃহস্পতিবার এ তথ্য জানান।  

১৯ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়া থেকে সর্বাধিক ১ হাজার ৭৪৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এরপর রয়েছে জাপান (৬৯০ জন), চীন (৩৬৮ জন) এবং দক্ষিণ আফ্রিকা (৩৬৩ জন)। এছাড়া লিবিয়া থেকে ৬১ জন, মিসর থেকে ৫২ জন, উগান্ডা থেকে ১৯ জন, মোজাম্বিক থেকে ১৫ জন, মরিশাস থেকে ১৪ জন, নাইজেরিয়া ও লাইবেরিয়া থেকে ১১ জন করে, বতসোয়ানা থেকে ৯ জন, রিপাবলিক অব কঙ্গো থেকে ৬ জন, তানজানিয়া থেকে ৫ জন এবং কেনিয়া ও মরক্কো থেকে ৪ জন করে ভোটার নিবন্ধন করেছেন।  

সন্ধ্যা ৬টা পর্যন্ত নিবন্ধনের সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪২৩ জনে পৌঁছায়।  

প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরের তিন ধরনের ভোটার ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের আওতায় থাকবেন। যেসব প্রবাসী প্রথম পর্বে নিবন্ধন করতে পারবেন না, তাদের জন্য পরবর্তী সময়ে নিবন্ধনের সুযোগ থাকবে।  

'পোস্টাল ভোট বিডি' অ্যাপটি ১৮ নভেম্বর উদ্বোধন করেন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অ্যাপটি প্রবাসী ও দেশের ভেতরের ভোটারদের জন্য ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুততর করেছে।  

অ্যাপ চালুর প্রথম ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯১ জন ভোটার নিবন্ধন করেন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৩ হাজার ২০৪ জন এবং নারী ভোটার ছিলেন ১৮৭ জন।

Logo