Logo
×

Follow Us

বাংলাদেশ

ভূমিকম্পে ঢাকার বাইরে মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬শতাধিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৬:৫৭

ভূমিকম্পে ঢাকার বাইরে মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ৬শতাধিক

কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে, ছয়শ ছাড়িয়েছে আহতের সংখ্যা। বিডিনিউজ এই খবর দিয়েছে। 

শুক্রবার ছুটির দিন সকালে ১০টা ৩৮ মিনিটের এ ভূমিকম্পে মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৭; উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে।

২৬ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে প্রাথমিকভাবে আতঙ্ক ছড়ায়, বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষ। এরপর আসতে থাকে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির তথ্য।

বিডিনিউজের সবশেষ খবর অনুযায়ী, ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন এবং মিটফোর্ড হাসপাতালে ১৩ জন চিকিৎসা নিয়েছেন।

রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন, আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া ঢাকার বংশাল, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান ও নিউমার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের একটি হল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়ার কথা এক বার্তায় বলেছে জেলা প্রশাসন।

ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ মিলে আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

গাজীপুরের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, জেলায় মোট ৪০০ জন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন, ছোটখাটো আঘাত নিয়ে চিকিৎসা নিয়েছেন ৯৭ জন। টঙ্গীতে চিকিৎসা পেয়েছেন ৯০ জন।

‘গুরুতর’ আহত ৪৩ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

বিশ্লেষকরা বলছেন, এই ভূখণ্ডে ৮ মাত্রার ভূমিকম্পেরও ইতিহাস রয়েছে। তবে গত কয়েক দশকের মধ্যে এমন প্রাণঘাতি ভূমিকম্প দেশের মানুষ আর দেখেনি।

ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, “দুটো প্লেটের সংযোগস্থলে এ ভূমিকম্পটি হয়েছে, ইন্দো-বার্মা টেকটোনিক প্লেটে। ভূমিকম্পের কম্পনের তীব্রতা ছিল বেশ। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।”

এক বার্তায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভূমিকম্পে হতাহতের জন্য শোক প্রকাশের পাশাপাশি জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

Logo