ভূমিকম্পে কাঁপল দেশ, ৫ জন নিহত; প্রবাসীদের উদ্বেগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১৫:৩১
শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। রাজধানীসহ বিভিন্ন জেলায় ভবনে ফাটল, আতঙ্ক ও ক্ষয়ক্ষতি হয়েছে।
ঢাকার মিরপুরে একটি ভবনের দেয়াল ধসে পড়ে একজন নিহত হন।
ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিস উদ্ধার ও তদারকি কার্যক্রম চালায়।আরমানিটোলা, কসাইটুলি: ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভবনের কোনো বড় ক্ষতি হয়নি, শুধু কিছু ইট ও পলেস্তারা খসে পড়ে। হতাহতের খবর নেই।
খিলগাঁও: নির্মাণাধীন ভবন থেকে একটি ইট পড়ে পাশের দোতলা ভবনে একজন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
বারিধারা ব্লক-এফ: একটি বাসায় আগুন লাগে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুন ভূমিকম্পের কারণে কিনা তা নিশ্চিত নয়।
সূত্রাপুর, স্বামীবাগ: একটি আটতলা ভবন অন্য ভবনের দিকে হেলে পড়ার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
কলাবাগান আবেদখালী রোড: একটি সাত তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়। মোহাম্মদপুর ফায়ার স্টেশন ঘটনাস্থলে যায়। ভবন ঠিক আছে, আতঙ্কে লোকজন ফোন করেছিল।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনের নিরাপত্তা পরীক্ষা শুরু হয়েছে।
ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ার পরপরই প্রবাসী বাংলাদেশিরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।বিশেষ করে ফেসবুকের বিভিন্ন প্রবাসী গ্রুপে শতাধিক পোস্ট ও মন্তব্যে তারা পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন।
একজন লিখেছেন, “ভোরে খবর শুনে আতঙ্কে ফোন করেছি। ঢাকায় মা-বাবা একা থাকেন, খুব ভয় পেয়েছি।”আরেকজন মন্তব্য করেছেন, “আমরা দূরে থাকি, কিন্তু দেশে এমন দুর্যোগ হলে অসহায় লাগে।” অনেকেই সরকারের কাছে ভবন নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
ভূমিকম্পে পাঁচজন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বেশ কিছু স্থানে ভবন হেলে পড়া, আগুন লাগা ও ইট খসে পড়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে দেশের বাইরে থাকা প্রবাসীরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিবারের খোঁজ নিয়েছেন।
logo-1-1740906910.png)