বিশ্বখ্যাত হায়াত হোটেলস করপোরেশন বাংলাদেশে তাদের প্রথম হোটেল হায়াত প্লেস ঢাকা উত্তরা উদ্বোধন করেছে। ৮৫ কক্ষবিশিষ্ট এই হোটেলটি ব্যবসায়ী ও অবকাশযাপনকারী ভ্রমণকারীদের জন্য আধুনিক ও আরামদায়ক থাকার অভিজ্ঞতা দিতে প্রস্তুত।
হোটেলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত। এতে রয়েছে বিভিন্ন ধরনের কক্ষ—কিং, টুইন, ভিউ রুম এবং স্যুইট। স্যুইট থেকে বিমানবন্দরের রানওয়ে ও সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যায়। অতিথিরা সারাদিন খাবারের জন্য Zing রেস্টুরেন্টে যেতে পারবেন, দ্রুত খাবারের জন্য রয়েছে The Market, আর ছাদে Zing Skybar থেকে পাওয়া যাবে রানওয়ে ও শহরের প্যানোরামিক দৃশ্য।
হোটেলটিতে ২০০ জনের বেশি ধারণক্ষমতা সম্পন্ন ডাইনিং সুবিধা, নমনীয় ব্যাংকুয়েট ও মিটিং স্পেস রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক (RMG) খাতের ব্যবসায়ী, আন্তর্জাতিক সোর্সিং কোম্পানি, বায়িং হাউস, অবকাঠামো পরামর্শক, এয়ারলাইন ক্রু ও টেকনিক্যাল টিমের জন্য এটি আদর্শ স্থান। কাছেই গাজীপুর শিল্প এলাকা ও আসন্ন মেট্রোরেল সংযোগ থাকায় হোটেলটির গুরুত্ব আরো বেড়েছে।
উত্তরা এলাকায় এখনো বড় কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডেড হোটেল নেই। তাই হায়াত প্লেস ঢাকা উত্তরা স্থানীয় বাজারে নতুন মানদণ্ড স্থাপন করেছে। আধুনিক সেবা, আরামদায়ক পরিবেশ ও আন্তর্জাতিক মানের আতিথেয়তা দিয়ে এটি আলাদা পরিচিতি তৈরি করবে।
হোটেলের জেনারেল ম্যানেজার কেভিন থমাস ম্যাকইনটায়ার বলেন, “আমরা গর্বিত যে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ও দ্রুত উন্নয়নশীল এলাকায় হায়াত প্লেস চালু করতে পেরেছি। বিমানবন্দর ও শিল্পাঞ্চলের কাছাকাছি অবস্থান আমাদের অতিথিদের জন্য বিশেষ সুবিধা দেবে। আমরা আরাম, উৎপাদনশীলতা ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
logo-1-1740906910.png)