Logo
×

Follow Us

বাংলাদেশ

বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের নামে মামলা হওয়ায় উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৪:৪৪

সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের নামে মামলা হওয়ায় উদ্বেগ

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার একাংশের নেতাদের জোট সম্মিলিত সমন্বয় ফ্রন্ট এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, মালয়েশিয়ায় শ্রমবাজারে যারা সিন্ডিকেট চান না, তাদের টার্গেট করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। 

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ১০টি শর্ত প্রত্যাহার, সৌদি আরবে আগের মতো ২৪টি ভিসা পর্যন্ত সত্যায়ন ব্যতীত বহির্গমন ছাড়পত্র দেওয়া, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে তাদের ভাষায় মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবিতে ১৯ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতারা বলেন, কর্মী রপ্তানিতে মালয়েশিয়ার কঠিন শর্ত নেপাল প্রত্যাখ্যান করেছে, অথচ বাংলাদেশ নিশ্চুপ। শর্তগুলোকে লোক দেখানো উল্লেখ করে বলা হয়, মালয়েশিয়ার ১০ শর্ত মেনে নিলে কর্মীদের খরচ বাড়বে, অতীতের মতো সিন্ডিকেটকারীরাই তাদের পছন্দ মতো রিক্রুটিং এজেন্সি সিলেকশন করবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বায়রার সাবেক সভাপতি এম এ এইচ সেলিম।  

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট গোষ্ঠীর তৎপরতাতেই বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামসহ দুটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। মূল উদ্দেশ্য তাকে বায়রার আসন্ন নির্বাচন থেকে বিরত রাখা। একই সাথে মালয়েশিয়া শ্রমিক নিয়োগে বিগত সময়ের সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় কাজ করছে বর্তমান সরকার।

বায়রার সাবেক নেতারা আশঙ্কা জানিয়ে বলেন, বিএমইটির বহির্গমণ ছাড়পত্র জটিলতায় সৌদি আরবে জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ যেন আগের মতোই ২৪টি পর্যন্ত সত্যায়নবিহীন বহির্গমন ছাড়পত্র প্রদান বহাল রেখে সৌদি আরবে জনশক্তি প্রেরণের জটিলতা নিরসন করে। 

বর্তমান অন্তর্বর্তী সরকার পেশাদার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারটি উন্মুক্ত করে দেওয়াসহ এ খাতের জটিলতা নিরসন করে তারও দাবি করা হয় এই সংবাদ সম্মেলন থেকে।

Logo