পোস্টাল ভোটিং: অ্যাপে যেভাবে নিবন্ধন করবেন প্রবাসীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) চালু করেছে মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’। ১৮ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই মিসর, জাপান, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া ও নেদারল্যান্ডস থেকে প্রবাসীরা নিবন্ধন শুরু করেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, প্রায় ১ কোটি ৩০ লাখ বাংলাদেশি প্রবাসে বসবাস করছেন। তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র আরো বিস্তৃত, প্রতিনিধিত্বশীল ও শক্তিশালী হবে।
দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তিও ডাক ভোটের আওতায় আসবেন, তারা হলেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা। তাদের নিবন্ধন হবে ১৯-২৩ ডিসেম্বর।
অ্যাপ ডাউনলোড করে ভাষা নির্বাচন করতে হবে। এরপর ধাপে ধাপে-
১. লগইন ও রেজিস্ট্রেশন পেজে অ্যাকাউন্ট তৈরি
২. মোবাইল নম্বর, ইমেইল, ওটিপি ভেরিফিকেশন ও পাসওয়ার্ড সেট
৩. ইউজারনেম হিসেবে প্রবাসে ব্যবহৃত মোবাইল নম্বর
৪. এনআইডি ভেরিফিকেশন, ফেসিয়াল রিকগনিশন ও লাইভলিনেস চেক
৫. সেলফি আপলোড
৬. প্রবাসের ঠিকানা, পাসপোর্ট ও অন্যান্য তথ্য প্রদান
৭. তালিকাভুক্তি সম্পন্ন
প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, নিবন্ধন করতে ৫-১০ মিনিট সময় লাগতে পারে। হেল্পলাইন ও ভিডিও টিউটোরিয়াল থাকবে, যা ব্যবহারকারীদের গাইড করবে। নিবন্ধন শেষে প্রবাসী ভোটার তালিকা ছাপা হবে।
সিইসি নাসির উদ্দিন বলেন, “চ্যালেঞ্জের মধ্যে রয়েছে শনাক্তকরণ ও ডাক বিভাগের সম্পৃক্ততা। ১৫০টিরও বেশি দেশের ডাক বিভাগকে যুক্ত করতে হবে। ধর্মঘট বা বিলম্ব হলে সমস্যা হতে পারে।” তিনি এটিকে ‘দুঃসাহসী উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রতি ভোটে ব্যয় হচ্ছে প্রায় ৭০০ টাকা। বিশ্বে নিবন্ধনের হার ৩ শতাংশেরও কম, নিবন্ধন করেও অনেক প্রবাসী ভোট দেন না। প্রতি চারটি ব্যালটে একটি নষ্ট হয় ভুল ঠিকানা, সময়ের অভাব বা অসচেতনতার কারণে।
ইসি সচিব আখতার আহমেদ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। ডাক ভোটের মাধ্যমে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত হওয়া বাংলাদেশের গণতন্ত্রে নতুন অধ্যায় সূচনা করবে।
logo-1-1740906910.png)