Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসী কর্মীদের পরিবারকে ১২ কোটি টাকার শিক্ষা সহায়তা সরকারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৭

প্রবাসী কর্মীদের পরিবারকে ১২ কোটি টাকার শিক্ষা সহায়তা সরকারের

গত এক বছরে প্রবাসী কর্মীদের ৩ হাজার ৯২৬ জন মেধাবী সন্তানকে শিক্ষা সহায়তা হিসেবে ১২ কোটি ১৫ লাখ টাকা দিয়েছে সরকার। পাশাপাশি ৮৬১ জন প্রতিবন্ধী সন্তানকে ভাতা হিসেবে ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।  

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বিদেশে মারা যাওয়া ১ হাজার ৮৬৪ জন প্রবাসী কর্মীর পরিবারের পক্ষে প্রায় ৯৮ কোটি টাকার বীমা দাবি আদায় করা হয়েছে। দাফন ও পরিবহন ব্যয়ের জন্য ১৭ কোটি ৪ লাখ টাকা দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি পরিবার ৩৫ হাজার টাকা করে পেয়েছে।  

অসুস্থ ও আহত ১ হাজার ৭ জন কর্মীকে চিকিৎসা সহায়তা হিসেবে ৯ কোটি ১৭ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৪ হাজার ৭৭ জন মৃত কর্মীর পরিবারকে ১২০ কোটি ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি পরিবার ৩ লাখ টাকা করে পেয়েছে।  

বিদেশে মারা যাওয়া ১ হাজার ৪৭ জন কর্মীর ক্ষতিপূরণ, বকেয়া, বীমা ও সেবা সুবিধা বাবদ প্রায় ১২৩ কোটি ৫০ লাখ টাকা আদায় করে তাদের পরিবারকে হস্তান্তর করা হয়েছে।  

লেবাননের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরে আসা ১ হাজার ২৯০ জন প্রবাসী কর্মীকে ১৭ কোটি ৫৫ লাখ টাকা সহায়তা দিয়েছে সরকার।  

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা ১৮৮ জন প্রবাসীকে মুক্ত করতে সরকার সফল হয়েছে এবং তাদের জন্য ৯৪ কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে।  

অসুস্থ, প্রতিবন্ধী ও আটক প্রবাসী কর্মীদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা করছে মন্ত্রণালয়। পাশাপাশি ৪৪টি বিদেশি দূতাবাসের মাধ্যমে মৃতদেহ দেশে আনা, আইনি সহায়তা প্রদান এবং বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে।

Logo