মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৭:২০
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে পাঁচটি রিক্রুটিং এজেন্সি এবং এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৩ নভেম্বর এ মামলা দায়ের করা হয় বলে জানানো হয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, প্রায় ১৮ হাজার ৭৬৭ জন কর্মীর কাছ থেকে অতিরিক্ত ৩১৪ কোটি ৩৪ লাখ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরকার নির্ধারিত ফি ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা, কিন্তু সংশ্লিষ্ট এজেন্সিগুলো গড়ে পাঁচ গুণ বেশি অর্থ নিয়েছে।
মামলায় আসামি করা হয়েছে পাঁচটি প্রতিষ্ঠানকে
- জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড
- দ্য জিএমজি অ্যাসোসিয়েট লিমিটেড
- কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড
- এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড
- ধামাসি করপোরেশন লিমিটেড
এছাড়া এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক দায়িত্বশীল ব্যক্তিকে আসামি করা হয়েছে।
দুদক বলছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে এজেন্সিগুলো শ্রমিকদের কাছ থেকে অযৌক্তিকভাবে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এতে হাজারো শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করে তারা বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
দুদক জানিয়েছে, তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে অতিরিক্ত অর্থ আদায় দেশের আইন অনুযায়ী গুরুতর অপরাধ।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় পাঁচটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা শ্রমবাজারে স্বচ্ছতা ও শ্রমিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)