সিলেটের জকিগঞ্জবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণে বড় অগ্রগতি ঘটেছে। সরকারি বরাদ্দ বা রাজনৈতিক সহায়তা ছাড়াই সম্পূর্ণ দেশি ও প্রবাসী নাগরিকদের অর্থায়নে শেওলা–জকিগঞ্জ সড়ক সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। দৈনিক জনকণ্ঠ এ সংবাদটি প্রকাশ করেছে।
১৫ নভেম্বর সকাল ১১টায় বীরশ্রী ইউনিয়নের মাছুম বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ‘শেওলা–জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদ’-এর উদ্যোগে প্রথম ধাপের কাজ শুরু হয়।
দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি ছিল ভয়াবহ অবস্থায়; গর্তে ভরা, কাদায় পরিণত ও দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ। বর্ষায় দুর্ভোগ আরো বেড়ে যেত। শিক্ষার্থী, রোগী, সাধারণ যাত্রী সবাই ছিলেন বিপাকে।
এই অবস্থায় দেশ-বিদেশে থাকা প্রবাসী, দানশীল ব্যক্তি ও স্থানীয় সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত হয় বাস্তবায়ন পরিষদ। তাদের অর্থায়নে রাস্তার বিপজ্জনক অংশে খোয়া-বালু দিয়ে স্থিতিশীলতা আনার কাজ শুরু হয়েছে। পরবর্তী ধাপে টেকসই সংস্কারের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মজমুল ইসলাম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন প্রধান উদ্যোক্তা জাহেদ আহমদ ফারহান। বক্তব্য রাখেন জয়নাল আবদীন, মো. আল মামুন কয়সর, মস্তফা কামাল (দুবাই প্রবাসী), বদরুল ইসলাম, শাহাবুল ইসলাম, আব্দুল জলিল মেম্বার, নিজাম ওয়াজেদ, মাওলানা সেবুল আহমদ, রুহুল আমীন, হাফিজ মুস্তাক আহমদ, আবু সায়িদ মো. আশিক, আমজাদ হোসেন, আলী হোসেন, দেলোয়ার হোসেন পাশা, মাওলানা আব্দুল গণি, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানি চৌধুরী জাবেদ, হারুনুর রশীদ, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা ছাইদুল ইসলাম, ইফতেখার আহমদ রাশেদ প্রমুখ।
স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, “শেওলা-জকিগঞ্জ সড়কটি জকিগঞ্জবাসীর প্রাণের দাবি। সরকারি সহায়তা না থাকলেও প্রবাসী ও জনসাধারণের অংশগ্রহণে এই উদ্যোগ জনকল্যাণের উজ্জ্বল দৃষ্টান্ত।”
সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করে সড়কটি নির্বিঘ্ন চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।
logo-1-1740906910.png)