Logo
×

Follow Us

বাংলাদেশ

উড়োজাহাজের টিকিটে কারসাজি করলে জেল-জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৪

উড়োজাহাজের টিকিটে কারসাজি করলে জেল-জরিমানা

উড়োজাহাজের টিকিট বিক্রিতে কারসাজি, প্রতারণা ও দুর্বৃত্তায়ন বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন আইনে টিকিটসংক্রান্ত প্রতারণা বা হয়রানির অপরাধে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে। একই সঙ্গে ১১ ধরনের অপরাধে ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল বা স্থগিত করার বিধান রাখা হয়েছে।  

বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।  

তিনি বলেন, অবৈধ টিকিট বিক্রি, অতিরিক্ত ভাড়া আদায়, অননুমোদিত লেনদেন, কৃত্রিম সংকট সৃষ্টি, তৃতীয় দেশ থেকে টিকিট ক্রয়-বিক্রয় এবং গ্রুপ বুকিংয়ে যাত্রীর তথ্য পরিবর্তন এখন দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।  

সব ট্রাভেল এজেন্সিকে এয়ারলাইন্সের টিকিটে মূল্য উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। যেসব এজেন্সি তা করবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। টিকিট বিতরণে স্বচ্ছতা আনতে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস) ও এপিআইভিত্তিক ডিজিটাল চ্যানেলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।  

উপদেষ্টা জানান, বিমান পরিবহন খাতের ৮০ শতাংশ যাত্রী অভিবাসী কর্মী। নতুন আইন তাদের ন্যায্য অধিকার সংরক্ষণ করবে এবং যাত্রীসেবা আধুনিক ও জনবান্ধব হবে। প্রতারণা বা আর্থিক আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞার বিধানও রাখা হয়েছে।  

প্রথমবারের মতো এয়ার অপারেটরদের জন্য ট্যারিফ দাখিল ও মনিটরিং, পরিবেশবান্ধব বিমান চলাচলের জন্য কার্বন ফুটপ্রিন্ট হ্রাস, টেকসই জ্বালানি ব্যবহার, সাইবার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের বিধান যুক্ত করা হয়েছে।  

উপদেষ্টা বলেন, “গত ১৬ বছর ধরে অভিবাসী শ্রমিকরা টিকিট কারসাজির শিকার হয়েছেন। ৩০-৪০ হাজার টাকার টিকিট ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।” তিনি জানান, নতুন আইন প্রতিযোগিতামূলক দরে টিকিট বিক্রি নিশ্চিত করবে।  

বিএমইটির সার্টিফায়েড শ্রমিকদের নামে গ্রুপ বুকিং দেওয়া যাবে না। তবে পরিবার বা সংঘের সদস্যদের জন্য তা অনুমোদিত হবে। জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ ঐচ্ছিক করা হয়েছে। কর্মসংস্থান হারানোর আশঙ্কা অমূলক বলে মন্তব্য করেন উপদেষ্টা।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ নতুন আইন কার্যকর হলে টিকিট ব্যবসায় স্বচ্ছতা আসবে, প্রতারণা কমবে এবং অভিবাসী শ্রমিকসহ সাধারণ যাত্রীদের অধিকার সুরক্ষিত হবে।

Logo