আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী ১৮ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ। এ উপলক্ষে প্রবাসীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদির বিস্তারিত নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে ইসি।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক খানআবি শাহানুর খান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম ২ক), বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফায়েড), মেয়াদসংবলিত বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি, বিদেশি পাসপোর্টের কপি অথবা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন বাংলাদেশি এনআইডিধারীর স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র আবশ্যক।
এছাড়া আবেদনকারীর পিতা-মাতার এনআইডির কপি, জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট কপি, ওয়ারিশ সনদ বা বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদ জমা দিতে হবে। এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জমা দেওয়া বাধ্যতামূলক।
প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা সনদ (এসএসসি/সমমান, জেএসসি বা পিইসি), চট্টগ্রাম বিভাগের নির্দিষ্ট এলাকার জন্য বিশেষ তথ্য ফরম, নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ (কাউন্সিলার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক কর্তৃক প্রদত্ত) এবং সংশ্লিষ্ট ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদের কপি প্রয়োজন হতে পারে।
মিশন অফিস থেকে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত তারিখে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে দলিলাদি জমা দিতে হবে। একই সঙ্গে ছবি ও বায়োমেট্রিকস (দশ আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর) প্রদান করতে হবে। প্রয়োজনে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধি সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে দলিলাদি জমা দিতে পারবেন।
ফরম ২কে প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসার সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করবেন। নিবন্ধনের জন্য এ প্রতিবেদন বাধ্যতামূলক।
logo-1-1740906910.png)