Logo
×

Follow Us

বাংলাদেশ

আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২৩:২৩

আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে না, বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ১১ নভেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

চীন থেকে সমরাস্ত্র কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশ কি চীনের দিকে ঝুঁকছে? জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমরা ব্যালেন্স সম্পর্ক বজায় রেখেছি এবং রাখছি।”  

সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা নেই? উত্তরে তিনি বলেন, “আমি মনে করি না যে, আমাদের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে।”

বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে নতুন একটি আইন প্রণয়ন করছে। এতে বলা হয়েছে, কোনো দেশ চীন থেকে সমরাস্ত্র কিনলে তাদের ওপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করা হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে নানা আলোচনা হলেও পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করেছেন, বাংলাদেশ ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করছে।

সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ জাতিসংঘে একটি চিঠি দিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, “যে কেউ যে কোনো বিষয় নিয়ে জাতিসংঘে যেতে পারে। জাতিসংঘ যদি আমাদের কিছু বলে, তখন আমরা সেটি দেখব।”

Logo