Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে এজেন্সিগুলোর সাক্ষাৎকার নিচ্ছে মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৭

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে এজেন্সিগুলোর সাক্ষাৎকার নিচ্ছে মন্ত্রণালয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে রিক্রুটিং এজেন্সিরগুলোর সাক্ষাৎকার গ্রহণের কাজ শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে একটি চিঠি পাঠিয়ে সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি, স্থান এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার বিভিন্ন খাতে কর্মী নিয়োগের জন্য ১১ ও ১২ নভেম্বর এজেন্সিগুলোর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এতে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।  

চিঠিতে মালয়েশিয়ার বিভিন্ন খাতে নিয়োগের জন্য তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম ও কোড উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্মাণ, উৎপাদন, পরিষেবা, কৃষি ও রক্ষণাবেক্ষণ খাতের প্রায় ১০০টির বেশি মালয়েশিয়ান কোম্পানি।  

প্রতিটি কোম্পানির জন্য আলাদা কোড নম্বর নির্ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মীদের তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।  

সাক্ষাৎকার গ্রহণের জন্য নির্ধারিত স্থান হিসেবে ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাক্ষাৎকার চলবে।  

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে এই সাক্ষাৎকার প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে যোগ্য ও দক্ষ এজেন্সি নির্বাচন করে দ্রুত বিদেশে পাঠানো সম্ভব হবে।  

মন্ত্রণালয় আরো জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  


Logo