Logo
×

Follow Us

বাংলাদেশ

জাপানে বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৯

জাপানে বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন ও নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন। ৯ নভেম্বর তিনি কোবে গাইকুন বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে কোবেতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীরা যেন জাপানের আইন মেনে চলেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন। তিনি আশ্বাস দেন, প্রয়োজনে জাপানের বিভিন্ন শহরে গিয়ে প্রবাসীদের সব ধরনের কনস্যুলার সেবা দেওয়া হবে।

এর আগে রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের ডিন ও এশিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক মিটসুহিকু সানোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ থেকে আরো বেশি শিক্ষার্থীকে কোবে গাইকুন বিশ্ববিদ্যালয়সহ জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি করার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া তিনি জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি কেয়ারগিভারদের জন্য উচ্চতর একাডেমিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে সহযোগিতা করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূতের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। এতে একদিকে প্রবাসীদের আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে, অন্যদিকে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর মাধ্যমে তাদের উন্নয়নের পথও সুগম হবে।

Logo