১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ উদ্বোধন করবে ইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪১
নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার অ্যাপ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। ৯ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, প্রবাসী ভোটারদের জন্য বিশেষভাবে তৈরি এই অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সহজেই ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। একই দিনে প্রকাশ করা হবে দেশের চূড়ান্ত ভোটার তালিকাও।
এ সময় তিনি ‘আমজনতার দল’-এর নিবন্ধন প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, কিছু শর্ত পূরণ না হওয়ায় দলটির নিবন্ধন অনুমোদন দেওয়া হয়নি। তবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী সংক্ষুব্ধ হলে তারা আইনগতভাবে আপিল করতে পারবেন। এ বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে। তিনি দলটির সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে আইনগত পথে আপিল করার পরামর্শ দেন।
সংলাপ প্রসঙ্গে সচিব বলেন, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেলেই ইসি সংলাপের সময়সূচি নির্ধারণ করবে। আচরণবিধি প্রকাশের পর প্রার্থীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আরো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বর্তমানে ১১টি দেশে চালু রয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে এ সেবা চালু করা হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য এ কার্যক্রম শুরু হয়। ইসি জানিয়েছে, ধাপে ধাপে আরো দেশে এ সেবা সম্প্রসারণ করা হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, প্রবাসী ভোটার অ্যাপ চালুর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সহজে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণও বাড়বে।
সার্বিকভাবে, ১৮ নভেম্বরের ঘোষণাকে নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি একদিকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে, অন্যদিকে দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরো অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক প্রযুক্তিনির্ভর করে তুলবে।
logo-1-1740906910.png)