Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের টার্গেট করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের হোতা গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৪০

প্রবাসীদের টার্গেট করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের হোতা গ্রেপ্তার

ইউরোপ ও আমেরিকায় পাঠানোর নামে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের হোতা রোকনুজ্জামান রিপন (৩২) গ্রেপ্তার হয়েছেন। নোয়াখালী পিবিআই বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জ উপজেলার হাইস্কুল এলাকা থেকে তাকে আটক করে। পরে শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।  

পিবিআই নোয়াখালী কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার রিপন তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের কুর্শা জদ্দিপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা করেছিলেন ওমান প্রবাসী আমির হোসেনের স্ত্রী রেশমি আক্তার (২৬)। মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) কামাল আব্বাসের নেতৃত্বে রিপনকে গ্রেপ্তার করা হয়।  

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রিপন ফেসবুকে নানা বয়সী নারী-পুরুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। এরপর প্রবাসীদের টার্গেট করে কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসা দেওয়ার প্রলোভন দেখাতেন। টাকা নেওয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দিতেন। ওমান প্রবাসী আমির হোসেনকে কানাডায় পাঠানোর প্রস্তাব দিয়ে রিপন তার স্ত্রী রেশমির মাধ্যমে ব্যাংক হিসাব থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা এবং নগদ ২ লাখ টাকা নেন। পরে প্রতারণার শিকার হয়ে রেশমি আক্তার বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন।  

গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে রিপন আরো তিনজন সহযোগীর নাম প্রকাশ করেন। তদন্তে জানা গেছে, এই চক্রটি চারটি ব্যাংক হিসাব ব্যবহার করে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।  

পিবিআই নোয়াখালী কার্যালয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান জানান, রিপন ও তার সহযোগীরা ইউরোপ-আমেরিকায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। তাদের বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

প্রবাসীদের টার্গেট করে প্রতারণার এ ধরনের ঘটনা ক্রমেই বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিতদের প্রলোভনে না পড়তে এবং ভিসা সংক্রান্ত বিষয়ে সরকারি অনুমোদিত সংস্থার মাধ্যমে যোগাযোগ করতে হবে। এই ঘটনায় প্রবাসী পরিবারগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। 

Logo