প্রবাস থেকে দেশে ফিরে আসা নারী অভিবাসীদের অর্থনৈতিক পুনর্বাসন ও আত্মনির্ভরতা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ব্যাংক (PKB) বিশেষ পুনর্বাসন ঋণ সুবিধা চালু রেখেছে। কর্মসংস্থান তৈরি, ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্য নিয়ে এ ঋণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বিবরণ অনুযায়ী, এ ঋণ কর্মসংস্থান হারিয়ে বা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশে ফেরা নারী শ্রমিকদের সামান্য সুদে আর সহজ শর্তে প্রদান করা হবে। ঋণের সঙ্গে প্রশিক্ষণ, মাইক্রো-এন্টারপ্রেনারশিপ গাইডলাইন ও বাজার সংযোগের সেবা জুড়ে দেওয়া হবে, যাতে ঋণগ্রহীতা প্রকৃত অর্থে সংগঠিতভাবে একটি ছোট ব্যবসা বা পেশা গড়ে তুলতে পারে। নারী-উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে প্রযুক্তিগত সাহায্য ও ব্যবস্থাপনা সহায়তাও দেওয়া হবে।
এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়; বরং প্রবাস থেকে ফিরে আসা নারী শ্রমিকদের সমাজে পুনর্বহাল করা, পরিবারের ওপর তাদের আর্থিক নির্ভরতা পুনঃস্থাপন করা এবং স্থানীয় অর্থনীতিতে তাদের সক্ষম অংশগ্রহণ নিশ্চিত করা। ঋণের আর্থিক অঙ্গীকারকে সহজ করতে পিকেবির সম্পর্কে বলা হয় যে আবেদন প্রক্রিয়া সরল রাখা হয়েছে, দ্রুত যাচাই-বাছাই চালানো হবে এবং প্রয়োজনমতো স্বল্পকালীন গ্রেস পিরিয়ড প্রদান করা হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অতিরিক্ত সুবিধা হিসেবে ঋণ শর্তে বোঝানও লিনিয়ার করা হবে।
পিকেবি কর্মকর্তারা জানান, পরিকল্পনাটি বিশেষত সংকটকালীন পরিস্থিতিতে নির্লজ্জভাবে দেশে ফেরা নারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। আবেদনকারীদের জন্য প্রাথমিক যোগ্যতার মধ্যে রয়েছে প্রবাসে কর্মসংস্থানের প্রমাণ, দেশে ফেরার সনদ এবং পুনর্বাসন পরিকল্পনা। সামাজিক নিরাপত্তা ঝুঁকির ওপর গুরুত্ব আরোপ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে শ্রম করা নারীরা দেশে ফিরে বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হন আর্থিক ক্ষতি, মনস্তাত্ত্বিক চাপ ও পুনরায় কর্মসংস্থান না পাওয়া এর মধ্যে প্রধান। তাই লক্ষ্যভিত্তিক পুনর্বাসন ঋণ ও প্রশিক্ষণ মানবসম্পদের পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে।
প্রবাসী কল্যাণ ব্যাংক আশা করছে, পুনর্বাসন ঋণের মাধ্যমে অনেক নারী দ্রুত অবস্থানসংহত হয়ে সুসংগঠিতভাবে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারবে এবং তাদের পরিবার-সমর্থন ফিরে পাবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাদি পিকেবির অফিস অথবা ওয়েবসাইটে পাওয়া যাবে।
logo-1-1740906910.png)