Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০০:৩৭

প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য দাখিল করা আবেদনগুলো দ্রুত তদন্ত ও নিষ্পত্তির নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। সম্প্রতি পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত দাখিল করা প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন অবশ্যই ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। যেসব আবেদনকারীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাদের আবেদন CMS পোর্টালের NRB মেনুতে পাওয়া যাবে। উপজেলা, থানা বা রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত করবেন। তদন্ত শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্ধারিত ছক অনুযায়ী এনআইডি মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠাতে হবে।

চিঠিতে আরো বলা হয়, ১ সেপ্টেম্বর বা তার পরে দাখিল করা কোনো আবেদনের সঙ্গে যদি প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত না থাকে, তবে তা বাতিল না করে শুধু ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ উল্লেখ করতে হবে। পরবর্তী সময়ে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, ৬ নভেম্বরের মধ্যে সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে CMS পোর্টালে Investigation Report আপলোড করতে হবে। এরপর Action অপশন থেকে Approved বা Reject করে আবেদন নিষ্পত্তি করতে হবে। বাতিল করা আবেদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।

এ নির্দেশনার মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরো দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Logo