বিদেশফেরত কর্মীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের পুনর্বাসন ঋণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:২০
বিদেশফেরত অভিবাসী কর্মীদের স্বাবলম্বী করে তুলতে প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করেছে বিশেষ ‘পুনর্বাসন ঋণ’ কর্মসূচি। বিদেশে কর্মরত অবস্থায় রাজনৈতিক, সামাজিক বা নিয়োগদাতার হয়রানির কারণে যারা দেশে ফিরে এসেছেন এবং নতুন করে জীবন শুরু করতে চান, তাদের জন্য এই ঋণ সহায়ক ভূমিকা রাখছে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ঋণ কর্মসূচির আওতায় সহজ শর্তে জামানতসহ বা জামানতবিহীন ঋণ প্রদান করা হচ্ছে। আবেদনকারীকে নিজ এলাকায় অবস্থিত ব্যাংক শাখায় নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট, বর্তমান ও স্থায়ী ঠিকানাসহ স্থানীয় সরকার কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।
এছাড়া একজন জামিনদারের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও ঠিকানাসহ প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে। জামিনদারের পক্ষ থেকে তিনটি স্বাক্ষরিত চেক প্রদান করতে হবে। আবেদনকারীকে ঋণ গ্রহণের আগে সংশ্লিষ্ট শাখায় একটি হিসাব খুলতে হবে।
এই ঋণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিদেশফেরত কর্মীদের আত্মকর্মসংস্থানে সহায়তা করা, যাতে তারা দেশে ফিরে নতুন করে ব্যবসা বা প্রকল্প শুরু করতে পারেন। এতে করে তারা যেমন নিজের জীবিকা নির্বাহ করতে পারবেন, তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ অভিবাসন খাতকে আরো মানবিক ও টেকসই করতে সহায়তা করবে। কারণ, অনেক সময় বিদেশফেরত কর্মীরা দেশে ফিরে আর্থিক সংকটে পড়েন এবং পুনরায় বিদেশে যাওয়ার চেষ্টা করেন। এই ঋণ তাদের দেশে থেকেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উৎসাহিত করবে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের এই পুনর্বাসন ঋণ কর্মসূচি সরকারের প্রবাসীবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে এই ঋণের আওতা আরো বাড়ানো হবে এবং আরো বেশি প্রবাসী কর্মী এর সুবিধা পাবেন।
logo-1-1740906910.png)