Logo
×

Follow Us

বাংলাদেশ

চলতি বছরে ১২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২৩

চলতি বছরে ১২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি

বসবাসের বৈধ অনুমতি না থাকায় ২০২৫ সালে ইতালি থেকে ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ৩ নভেম্বর রাতে ঢাকায় ইতালির দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে।

দূতাবাস জানায়, সর্বশেষ ৩১ অক্টোবর চারজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুইজন এক মাস আগে লিবিয়া থেকে ভিসা ছাড়াই ইতালিতে প্রবেশ করেছিলেন। অবৈধ অভিবাসন প্রতিরোধে ইউরোপীয় প্রতিশ্রুতির কাঠামোর আওতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এর আগে সেপ্টেম্বরেও ১৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সহায়তায় সবচেয়ে বড় একটি দলকে ফেরত পাঠানো হয় বলে জানায় দূতাবাস। মানবাধিকার ও ইউরোপীয় আইন মেনে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, দালালদের মাধ্যমে সঠিক ভিসা ছাড়া বা জাল কাগজপত্র নিয়ে ইতালিতে প্রবেশ করা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের প্রবেশের ক্ষেত্রে দ্রুতই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়। যারা লিবিয়া থেকে নৌকায় ইতালিতে প্রবেশের চিন্তা করছেন, তাদের জন্য এটি একটি কঠোর সতর্কবার্তা।

দূতাবাস আরো জানায়, যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেন বা জাল কাগজপত্র ব্যবহার করেন, তাদের ফেরত পাঠানোর সঙ্গে সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী অন্তত তিন বছরের জন্য ইতালি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ নিষিদ্ধ করা হয়।

এই পরিস্থিতিতে দূতাবাস বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলছে, বৈধ ভিসা ও কাগজপত্র ছাড়া ইউরোপে প্রবেশের চেষ্টা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং পরিবার ও সমাজের জন্যও ঝুঁকিপূর্ণ। নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ অনুসরণ করাই একমাত্র সঠিক সিদ্ধান্ত।

Logo