সেপ্টেম্বর-অক্টোবরে এসেছে গড়ে আড়াই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২২
বাংলাদেশি প্রবাসীরা টানা দুই মাস ধরে আড়াই বিলিয়ন ডলারের বেশি আয় দেশে পাঠিয়েছেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি। ২০২৪ সালের সেপ্টেম্বরে আয় ছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।
দৈনিক প্রথম আলোর প্রতিবেদন বলছে, এর আগে জুলাই ও আগস্ট মাসেও প্রবাসী আয় ছিল যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ এবং ২৪২ কোটি ১৮ লাখ ডলার। এই ধারাবাহিক প্রবাহ প্রমাণ করে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,
- রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ডলার
- বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ডলার
- বাংলাদেশ কৃষি ব্যাংক এনেছে ২৪ কোটি ডলার
- বিদেশি ব্যাংকগুলো এনেছে ৬৬ লাখ ডলার
২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৬.৫ বিলিয়ন ডলার বা ২৭ শতাংশ বেশি।
খাতসংশ্লিষ্টরা বলছেন, এই ঊর্ধ্বমুখী রেমিট্যান্স প্রবাহ দেশের মুদ্রার মান স্থিতিশীল রাখা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা আমদানি ঋণপত্র খোলার সক্ষমতা বাড়িয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রেমিট্যান্সের এই ইতিবাচক প্রবণতা বজায় রাখতে হলে প্রবাসীদের জন্য সহজ, নিরাপদ ও প্রণোদনামূলক রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা আরো জোরদার করতে হবে। এতে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ টেকসইভাবে বজায় থাকবে।
logo-1-1740906910.png)