মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সংকট সমাধানের আশ্বাস উপদেষ্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ২১:২৪
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সাথে বায়রার সাবেক নেতাদের বৈঠক হয়েছে। সোমবার সচিবালয়ে এই বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানো নিয়ে নতুন শর্তসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সির যে দশটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়েছে। বায়রার সাবেক নেতারা অভিযোগ করেছেন, এসব শর্ত অবাস্তব, অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা আরো অভিযোগ করেছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে আবার সিন্ডিকেট বাস্তবায়নের জন্য এসব নিয়ম আনা হয়েছে।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সাবেক বায়রা নেতাদের যুক্তিতর্ক শুনে এ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন। এ সময় সাবেক বায়রা নেতারা একটি দাবিনামার স্মারকলিপি ড. আসিফ নজরুলের কাছে তুলে দেন।
৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের বিষয়ে নেতারা আলোচনা করেন। তারা রিক্রুটিং এজেন্সি বাতিলের নির্দেশ প্রত্যাহারের অনুরোধ করেন। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে একটি কমিটি গঠন করে সিদ্ধান্ত বিবেচনার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা।
এছাড়া সৌদি আরবের বিএমইটি ও তাকামুল সমস্যা এবং নতুন কিছু শ্রমবাজার নিয়ে আলোচনা হয়। বায়রার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এ এইচ সেলিম, সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব আকবর হোসেন মঞ্জু, সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক যুগ্ম মহাসচিব নুরুল আমিন ও বায়রা সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন লিন্টু।
logo-1-1740906910.png)