প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন ঋণ পাওয়ার সহজ উপায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৪
বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন পূরণে অনেক বাংলাদেশি নাগরিকের জন্য অর্থের অভাব একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ ব্যাংক সহজ শর্তে জামানতবিহীন অভিবাসন ঋণ প্রদান করছে, যা বিদেশগামী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা।
ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রেও সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এই ঋণ পেতে আবেদনকারীকে নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে:
- ব্যাংকের নির্ধারিত আবেদন ফরম (বিনামূল্যে সরবরাহকৃত)
- আবেদনকারীর ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি
- ভোটার আইডি কার্ডের ফটোকপি
- বর্তমান ও স্থায়ী ঠিকানাসহ পৌরসভা/ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট
- পাসপোর্ট, ভিসার কপি, ম্যানপাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি
- লেবার কন্ট্রাক্ট পেপার (যদি থাকে, বাধ্যতামূলক নয়)
জামিনদারের প্রয়োজনীয় কাগজপত্র:
- ১ জন জামিনদারের ১ কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি
- ঠিকানাসহ পৌরসভা/ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট
- জামিনদারের স্বাক্ষরকৃত ব্যাংকের ৩টি চেকের পাতা
ঋণ গ্রহণের আগে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় একটি হিসাব খুলতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ আবেদন যাচাই করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঋণ প্রদান করে।
এই ঋণ কর্মীদের বিদেশে যাওয়ার খরচ যেমন- ভিসা, টিকিট, মেডিকেল, ট্রেনিং ইত্যাদি খাতে ব্যবহার করা যায়। এতে করে প্রবাসীরা দালাল নির্ভরতা ছাড়াই নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পারেন।
প্রবাসী কল্যাণ ব্যাংকের এই উদ্যোগ বিদেশগামী কর্মীদের জন্য একটি বড় সুযোগ। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক অভিবাসনের পথ সুগম করে।
logo-1-1740906910.png)