বাংলাদেশির সহায়তায় এক দশক পর ঘরে ফিরলেন এক ভারতীয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১১:৩০
বাংলাদেশি সমাজকর্মী মো. আব্দুল গনি ফিতুর মানবিক উদ্যোগে এক দশক পর নিজের পরিবারের কাছে ফিরতে যাচ্ছেন ভারতের ওড়িশার নিখোঁজ নাগরিক সুদাম হেমব্রম। মানসিকভাবে অসুস্থ এই ব্যক্তি ২০ অক্টোবর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোলাবাড়ি রেলস্টেশনে বিপর্যস্ত অবস্থায় পাওয়া যান।
আব্দুল গনি তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার পরিচয় শনাক্তে উদ্যোগ নেন। ভারত ও বাংলাদেশের হ্যাম রেডিও ক্লাবের সহায়তায় হেমব্রমের পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। তার ভাতিজা সুবাস চন্দ্র হেমব্রম নিশ্চিত করেন, সুদামই তাদের বহুদিন ধরে নিখোঁজ থাকা আত্মীয়।
এরপর ভারতের মায়ুরভাঞ্জ জেলার প্রশাসন তার নাগরিকত্ব যাচাই করে ভারতীয় হাইকমিশনে প্রতিবেদন পাঠায়। জেলা কালেক্টর হেমা কান্ত সায় জানান, সুদাম হেমব্রম জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এবং তার পরিচয় স্থানীয় পুলিশ, তহসিলদার ও ব্লক উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে যাচাই করা হয়েছে। তার ভোটার আইডি কার্ডও রয়েছে।
ভারতের কলকাতার সমাজকর্মী উৎপল রায় এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করছেন। এখন দুই দেশের সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিকল্পনা অনুযায়ী, ওড়িশা সরকার হেমব্রমের পরিবারের সদস্যদের বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, যাতে তারা তাকে গ্রহণ করতে পারেন। এছাড়া কলকাতার উত্কল ভবনে তার আত্মীয়দের জন্য অস্থায়ী আবাসনের অনুরোধও করা হয়েছে।
এই ঘটনা দুই দেশের মানবিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন নিখোঁজ মানুষকে উদ্ধার করে তার পরিবারে ফিরিয়ে দেওয়ার এই প্রচেষ্টা শুধু মানবিক নয়, বরং আন্তঃসীমান্ত সহমর্মিতারও প্রতিফলন। সমাজকর্মী আব্দুল গনি ও উৎপল রায়ের উদ্যোগ প্রমাণ করে, মানবতার জন্য কাজ করলে সীমান্ত কোনো বাধা নয়।
logo-1-1740906910.png)