Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে চলছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪৭

রাজধানীতে চলছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫’। দেশের শীর্ষ পর্যটন সংগঠন ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)’ আয়োজিত এই মেলা চলবে ১ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

৩০ অক্টোবর দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এবারের আয়োজনে অংশ নিয়েছে ১২টি দেশ, যার মধ্যে রয়েছে পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। দেশ-বিদেশ মিলিয়ে ২৩৬টি স্টল নিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ।

মেলায় অংশগ্রহণকারী হোটেল, রিসোর্ট ও ট্রাভেল এজেন্সিগুলো নানা অফার নিয়ে হাজির হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিভিন্ন গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। থাই এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া ও এয়ার এশিয়ার স্টলেও রয়েছে আকর্ষণীয় ছাড়।

ঢাকার মানিকদী থেকে আসা মাহবুবুর রহমান জানান, তিনি ছেলেকে নিয়ে পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও নেপালের প্যাকেজ ট্যুর সম্পর্কে খোঁজ নিচ্ছেন। মেলা সম্পর্কে টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, “এই আয়োজন পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে করা হয়েছে। আশা করছি, দেশি-বিদেশি পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হবে।”

দর্শনার্থীদের জন্য রয়েছে র‌্যাফেল ড্র, যেখানে অংশ নিতে বিটিটিএফ অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রবেশমূল্য ৫০ টাকা, তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি।

মেলায় প্রতিদিন থাকছে বিজনেস টু বিজনেস সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পর্যটন গন্তব্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী। ৩০ অক্টোবর নেপালের বিজনেস সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হয় আয়োজন। ৩১ অক্টোবর ও ১ নভেম্বরেও রয়েছে সেমিনার, সেশন ও সমাপনী অনুষ্ঠান। পর্যটনপ্রেমীদের জন্য এটি হয়ে উঠেছে এক উৎসবমুখর মিলনমেলা।

Logo