১০০ কর্মী না পাঠানোয় ৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪৬
বিদেশে কর্মী পাঠানোর সক্ষমতা প্রমাণে ব্যর্থ হওয়ায় ৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। ৩০ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এজেন্সিগুলো লাইসেন্স পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০০ জন কর্মীও বিদেশে পাঠাতে পারেনি। ফলে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’-এর ধারা ১২(১) অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে বিদেশে জনশক্তি রপ্তানিতে অকার্যকর ও অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট হলো।
বাতিল হওয়া রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে রয়েছে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল, কক্সবাজার ওভারসিজ, ব্যাবিলন বাংলাদেশ, মিলেনিয়াম ইন্টারন্যাশনাল, রাস ওভারসিজ, আল-সরদার ইন্টারন্যাশনাল, লামিয়া ওভারসিজ, ট্রাস্ট রিক্রুটিং, অলিম্পিয়া ইন্টারন্যাশনাল, ইউনাইটেড বাংলাদেশ, আল রোহান ট্রাভেলস, আল মুহান্দেস, ফারইস্ট ওভারসিজ, জাপান বাংলা ব্রিজ, আল-রায়হান ইন্টারন্যাশনাল, এইচ.আর ইন্টারন্যাশনাল, ইশিজাকা ওভারসিজ, হিশান জনশক্তি সার্ভিস, এসকে গ্লোবাল ওভারসিজ, আল-সোবহান ওভারসিজ, গ্লোবাল হিউম্যান রিসোর্সেস, মিতুল ট্রেডিংসহ আরো অনেকে।
সরকারের এই পদক্ষেপকে শ্রমবাজার বিশ্লেষকরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হলে অকার্যকর এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। এতে অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা ও হয়রানি কমবে, বাড়বে প্রবাসী কর্মীদের আস্থা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে রিক্রুটিং লাইসেন্স নবায়ন ও অনুমোদনের ক্ষেত্রে কর্মী পাঠানোর সক্ষমতা, নৈতিকতা ও সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে অভিবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠায় নিয়মিত তদারকি ও মূল্যায়ন চালিয়ে যাবে সরকার।
logo-1-1740906910.png)