Logo
×

Follow Us

বাংলাদেশ

উচ্চশিক্ষার খবর

বিশ্বব্যাপী চ্যালেঞ্জের ঘূর্ণিতে উচ্চশিক্ষা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

বিশ্বব্যাপী চ্যালেঞ্জের ঘূর্ণিতে উচ্চশিক্ষা

বিশ্বব্যাপী উচ্চশিক্ষা টিকে থাকা ও এগিয়ে যাওয়ার লড়াইয়ে বেশ অস্থির সময় পার করছে। বিশ্বের কিছু উন্নত দেশে শিক্ষার ওপর রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপ যেমন বাড়ছে, তেমনি গবেষণায় বাধা দিয়ে গবেষকদের স্বাধীনতা সীমিত করে দিচ্ছে। ফলে এক প্রকার চ্যালেঞ্জের ঘূর্ণিতে পড়তে হচ্ছে উচ্চশিক্ষা খাতকে। ব্রিটিশ কাউন্সিলের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই বিশ্লেষণ ছেপেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য পাই নিউজ। 

যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক মন্দা, প্রযুক্তির দ্রুত রূপান্তর সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ হয়ে উঠেছে অনিশ্চিত। যার প্রভাব পড়ছে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জীবনেও। ২০২৩ সালে ১০ হাজার শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু হয়েছে যুদ্ধবিধ্বংস দেশগুলোতে। 

এক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল মনে করছে, সহনশীলতা, মূল্যবোধ এবং উদ্ভাবন এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়েই উচ্চশিক্ষা টিকে থাকতে পারে। সাথে আরো স্কলারশিপের সুযোগ পিছিয়ে পড়া শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে নিতে সহায়তা করতে পারে।  

কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং অনলাইন ক্লাস যেমন প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে, তেমনি নতুন শিক্ষার দিগন্তও খুলেছে। ব্রিটিশ কাউন্সিলের মেডালাইন এনসেল মনে করেন, পরিবর্তন মেনে নিয়ে অনলাইন ও সরকারি ক্লাসের সমন্বয় করতে হবে, তা না হলে শিক্ষার্থী হারাবে বিশ্ববিদ্যালয়গুলো। অতীতের ধারা ধরে রাখলে, নতুনের সাথে তাল মেলাতে না পারলে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে।       

Logo