Logo
×

Follow Us

বাংলাদেশ

বায়রার নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত, ভোট ২৮ জানুয়ারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৭

বায়রার নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত, ভোট ২৮ জানুয়ারি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি ২০২৭।

নির্বাচন কমিশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ জানুয়ারি। যাচাই-বাছাই হবে ৭ জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ১১ জানুয়ারি। এরপর ১২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।

বায়রার এবারের নির্বাচনে মোট ৩৮টি পরিচালক পদে ভোট হবে। এর মধ্যে ৫টি পদ সংরক্ষিত থাকবে অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বের জন্য। নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীদের অবশ্যই বৈধ সদস্য হতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ হবে ঢাকার নির্ধারিত কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটার তালিকা চূড়ান্ত করা হবে ২২ ডিসেম্বরের মধ্যে। ভোটারদের পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র ও সদস্যপদ যাচাই করা হবে।

এবারের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, আপিল, শুনানি এবং ফলাফল ঘোষণার জন্য পৃথক পৃথক তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বায়রার নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। নির্বাচন কমিশন সদস্যদের প্রতি নির্ধারিত সময়সীমা মেনে সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বায়রা দেশের বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন হিসেবে অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের নির্বাচনকে ঘিরে সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসবে কিনা, তা নিয়ে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে।

Logo