বিদেশগামী কর্মীদের দক্ষতা যাচাইয়ে বায়রা-তাকামোল সমঝোতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৮
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) ও সৌদি আরবভিত্তিক তাকামোলের মধ্যে দক্ষতা যাচাই কার্যক্রম (SVP) বাস্তবায়নে নতুন সমঝোতা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিদেশগামী কর্মীদের দক্ষতা যাচাই করে আন্তর্জাতিক মানে প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হবে।
সম্প্রতি বায়রার পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বিআইএসটডআই-৮৭ প্রকল্পের আওতায় লোডার ও আনলোডার পদে নিয়োগপ্রত্যাশী কর্মীদের SVP-এর মাধ্যমে যাচাই করে প্রশিক্ষণ দেওয়া হবে। এই কার্যক্রমের মাধ্যমে কর্মীদের দক্ষতা যাচাই, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সনদ প্রদান নিশ্চিত করা হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২৫ অক্টোবর ২০২৫ তারিখে লোডার বি ও আনলোডার পদে SVP কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণার্থীদের যাচাই, তালিকাভুক্তি এবং তাকামোলের মাধ্যমে চূড়ান্ত সনদ প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা চাওয়া হয়েছে। বায়রার পক্ষ থেকে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্ধারিত ইমেইলে (baira1984@gmail.com) তথ্য পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে আরো জানানো হয়, বিআইএসটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের তাকামোলের মাধ্যমে SVP পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে কর্মীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ পাবেন, যা তাদের বিদেশে কাজের সুযোগকে আরো সহজ করবে।
এছাড়া বায়রা ও তাকামোল যৌথভাবে প্রশিক্ষণ কেন্দ্র, পরীক্ষার সময়সূচি এবং যাচাইকরণ প্রক্রিয়া নির্ধারণ করবে। এই উদ্যোগের মাধ্যমে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া আরো কার্যকর ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।
বায়রার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্যক্রমে অংশগ্রহণকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও তালিকা পাঠাতে হবে, যাতে প্রশিক্ষণ ও যাচাই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।
logo-1-1740906910.png)