Logo
×

Follow Us

বাংলাদেশ

উচ্চশিক্ষার খবর

যুক্তরাষ্ট্রে অল্প খরচে পড়া যায় যে ১০টি বিশ্ববিদ্যালয়ে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৪১

যুক্তরাষ্ট্রে অল্প খরচে পড়া যায় যে ১০টি বিশ্ববিদ্যালয়ে

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ বাড়লেও বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যেখানে অল্প খরচেই পড়া সম্ভব। দ্য ওয়ালস্ট্রিট জার্নাল সম্প্রতি যুক্তরাষ্ট্রের এমন ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে সিটি কলেজ অব নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, বারাচ কলেজ, হান্টার কলেজ, ব্রুকলিন কলেজ, কোয়েন্স কলেজ, জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস, প্রিন্সটন ইউনিভার্সিটি, লেহম্যান কলেজ এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। 

যুক্তরাষ্ট্রে চার বছরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ বছরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। কিন্তু ওয়ালস্ট্রিট জার্নালের তালিকাভুক্ত এই বিশ্ববিদ্যালয়গুলোর নেট খরচ কয়েক হাজার ডলারের মধ্যেই সীমাবদ্ধ। উদাহরণস্বরূপ, বারাচ কলেজের শিক্ষার্থীরা গড়ে প্রায় ৩ হাজার ডলারের মধ্যে পুরো চার বছরের কোর্স সম্পন্ন করতে পারে, যা যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের খরচের প্রায় ১০ ভাগের এক ভাগ। 

শিক্ষার মানের দিক থেকেও এসব প্রতিষ্ঠান পিছিয়ে নেই। ব্যবসা, সমাজবিজ্ঞান, প্রযুক্তি, আইন ও গণমাধ্যম বিষয়ে এসব কলেজ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করছে। আবার এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহজেই ইন্টার্নশিপ, রিসার্চ ও ক্যারিয়ারভিত্তিক বিভিন্ন সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রজুড়ে। 

Logo