Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা-জেদ্দা রুটে কম খরচে ফ্লাইট চালু করল ফ্লাইএডিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:২৯

ঢাকা-জেদ্দা রুটে কম খরচে ফ্লাইট চালু করল ফ্লাইএডিল

সৌদি আরবের স্বল্পমূল্যের বিমান সংস্থা ফ্লাইএডিল বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ও সাশ্রয়ী ফ্লাইট চালু হলো, যা প্রবাসী ও হজযাত্রীদের জন্য বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। 

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ২২ অক্টোবর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইএডিলের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে। এদিন বাংলাদেশে সংস্থাটির কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফা মাহমুদ সিদ্দিক। অনুষ্ঠানে ক্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ফ্লাইএডিলের স্থানীয় অংশীদাররা উপস্থিত ছিলেন।

ফ্লাইএডিল সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা 'সাউদিয়া'-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যে দ্রুত বর্ধনশীল বাজেট এয়ারলাইনের মধ্যে এটি অন্যতম। যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার ও লাগেজ বহনের সুবিধা থাকায় এটি অন্যান্য বাজেট এয়ারলাইনের তুলনায় আলাদা।

ঢাকা-জেদ্দা রুটে এই নতুন ফ্লাইট চালুর ফলে যাত্রীদের ভ্রমণ ব্যয় কমবে এবং বাংলাদেশ-সৌদি বিমান বাজারে প্রতিযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ওমরাহ, হজ ও প্রবাসী যাত্রীদের জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ।

প্রাথমিকভাবে ফ্লাইএডিল সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইট F3-9112 জেদ্দা থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকা রওনা হবে এবং ফিরতি ফ্লাইট F3-9113 দুপুর ১টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

এই উদ্যোগ বাংলাদেশের বিমান খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের জন্য সাশ্রয়ী, সরাসরি ও নির্ভরযোগ্য ভ্রমণের সুযোগ তৈরি হওয়ায় ফ্লাইএডিলের এই পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করা হচ্ছে।

Logo