রেমিট্যান্সে দেশ চালাচ্ছেন প্রবাসীরা: সাখাওয়াত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৪০
বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে প্রবাসীদের অবদানকে তুলে ধরে নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “প্রবাসীরাই দেশ চালাচ্ছেন”। ২২ অক্টোবর রাজধানীর এলিফ্যান্ট রোডে বিআইআইএসএসের অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম উপদেষ্টা জানিয়েছেন মধ্যপ্রাচ্য পূনর্গঠনে বাংলাদেশের কর্মীদের ভূমিকা স্বীকার করেছেন সেসব দেশের জাতীয় নেতারা। আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিবেশী তিন দেশের মধ্যে যদি নিউক্লিয়ার যুদ্ধ হয়, আমাদের কী হবে তা মাথায় রেখেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।”
মিয়ানমার প্রসঙ্গে সাখাওয়াত বলেন, “সীমান্ত ভাগাভাগির কারণে দুই দেশের একে অপরের প্রয়োজন রয়েছে। তবে রোহিঙ্গা ইস্যু আমরা সঠিকভাবে সামলাতে পারিনি।”
সেমিনারে অংশ নিয়ে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন, “আমাদের একটাই লক্ষ্য রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো। জেন-জি আমাদের অনুপ্রাণিত করে, আমরা তাদের কথা শুনি।”
তিনি বলেন, “স্বাধীনতার পর থেকেই মিয়ানমার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রতিবেশী সমস্যা। দেশটিতে তিনটি প্রধান রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদের ঘৃণা করে এবং প্রত্যাবাসনে বাধা সৃষ্টি করছে।”
পাকিস্তানের প্রসঙ্গে কামরুল হাসান বলেন, “পাকিস্তান গত ২৫-৩০ বছর ধরে জাতীয় নিরাপত্তায় আমাদের থেকে এগিয়ে রয়েছে। এর পেছনে রয়েছে তাদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্ক।”
সেমিনারে বক্তারা রেমিট্যান্স নির্ভর অর্থনীতির টেকসই উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের সমাধানে কৌশলগত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
logo-1-1740906910.png)