উচ্চশিক্ষা আপডেট
ডেনমার্কে বিদেশি শিক্ষার্থীদের জন্য কমানো হচ্ছে আসন সংখ্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৭:৫২
ডেনমার্ক সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা খাতে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে। এই উদ্যোগের অংশ হিসেবে বেশ কিছু ইংরেজি ভাষাভিত্তিক কোর্সে বিদেশি শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা কমানো হবে। সরকারের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হলো শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান উন্নয়ন এবং অভ্যন্তরীণ শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করা। ডেনমার্কের জনপ্রিয় পত্রিকা দ্য লোকাল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
নতুন প্রস্তাব অনুযায়ী, যেসব কোর্সে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বেশি কিন্তু ডেনিশ শ্রমবাজারে তাদের অবদান কম, সেসব কোর্সে আসন সংখ্যা কমিয়ে আনা হবে। বিশেষ করে ব্যবসা প্রশাসন, সামাজিক বিজ্ঞান এবং মানবিক শাখার কিছু কোর্স এই সিদ্ধান্তের আওতায় পড়বে।
ডেনিশ সরকার বলছে, অনেক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা শেষে দেশে ফিরে যান বা অন্য দেশে চলে যান, ফলে ডেনমার্কের অর্থনীতি বা শ্রমবাজারে তাদের প্রত্যাশিত অবদান পাওয়া যায় না। তাই এখন থেকে এমন কোর্সে গুরুত্ব দেওয়া হবে, যেগুলো ডেনমার্কের অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে পারে।
ডেনমার্ক সরকারের এমন সিদ্ধান্তের কারণে বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী ইউরোপে পড়াশোনা করে ইউরোপের শ্রমবাজারে ঢোকার চেষ্টা বা পরিকল্পনা করছেন, তাদের জন্য এই খবর চ্যালেঞ্জিং হতে পারে। এই সিদ্ধান্ত নিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষার্থী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, বিদেশি শিক্ষার্থীরা শুধু অর্থনৈতিকভাবে নয়, বরং সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিকীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসন সংখ্যা কমালে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাঙ্কিং ও বৈশ্বিক সংযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
ডেনমার্ক সরকার অবশ্য বলছে, এই পদক্ষেপ সাময়িক এবং ভবিষ্যতে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কোর্স ও আসন সংখ্যা পুনর্বিবেচনা করা হবে।
logo-1-1740906910.png)