Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ থেকেই নেদারল্যান্ডসের ভিসা আবেদনের সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১০:০২

বাংলাদেশ থেকেই নেদারল্যান্ডসের ভিসা আবেদনের সুযোগ

নেদারল্যান্ডসের দূতাবাস বাংলাদেশে আবারো সেনজেন ভিসা (স্বল্পমেয়াদি ইউরোপ ভ্রমণ) আবেদন গ্রহণ শুরু করতে যাচ্ছে। আগামী ২ নভেম্বর ২০২৫ থেকে ঢাকায় অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসে সেনজেন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। তবে আবেদনকারীদের সরাসরি দূতাবাসে নয়, বরং নির্ধারিত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান VFS Global-এর মাধ্যমে আবেদন করতে হবে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

VFS Global-এর ওয়েবসাইটে (https://visa.vfsglobal.com/bgd/en/nld/) ১৬ অক্টোবর ২০২৫ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু হয়েছে। তবে ২ নভেম্বরের আগে কোনো আবেদন জমা দেওয়া যাবে না। তাই যারা ভিসা নিতে চান, তাদের নির্ধারিত সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট বুক করে আবেদন জমা দিতে হবে।

নেদারল্যান্ডসের স্বল্পমেয়াদি (সেনজেন) ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রতিটি আবেদন প্রক্রিয়াকরণে সর্বোচ্চ ৪৫ দিন সময় লাগতে পারে। এই সময় গণনা শুরু হবে আবেদন জমা দেওয়ার দিন থেকে। তাই যারা শীতকালীন ছুটি বা বড়দিন উপলক্ষে ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের যথাসময়ে আবেদন করা জরুরি।

ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য, অন্যান্য ক্যাটাগরির ভিসা এবং প্রক্রিয়াকরণ সময় সম্পর্কে জানতে চাইলে নেদারল্যান্ডস সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.netherlandsworldwide.nl/.../apply-bangladesh) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিসা সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য যোগাযোগ করা যাবে VFS Global-এর হেল্পলাইন নম্বর (+88) 09606777159 অথবা ইমেইলে info.netherlandsbd@vfshelpline.com।

এই সুযোগ বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ সহজতর করবে বলে আশা করা হচ্ছে। তবে সময়মতো আবেদন, সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসা আবেদনকারীদের সতর্কভাবে নির্দেশনা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

Logo