Logo
×

Follow Us

বাংলাদেশ

ইতালি ৫ লাখ কর্মী নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শুরু করেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৯:৫৯

ইতালি ৫ লাখ কর্মী নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শুরু করেছে

ইতালি তাদের শ্রমবাজারে দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে আগামী তিন বছরে ৫ লাখ কর্মী নেওয়ার আগের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শুরু করেছে। স্পন্সর ভিসায় কর্মী নেওয়ার আবেদন শুরু হবে এ বছর ২৩ অক্টোবর থেকে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৬ সালে দেশটি নেবে ১ লাখ ৬৪ হাজার কর্মী। 

নন-ইউরোপিয়ান ৩৮টি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন, যাতে সুযোগ রয়েছে বাংলাদেশিদেরও। তবে আগের বছরের তুলনায় এ বছর নিয়োগ আবেদন প্রক্রিয়া কঠোর ও প্রযুক্তি নির্ভর করা হয়েছে, যাতে তথ্য অটোমেটিক প্রক্রিয়ায় যাচাই করা যাবে। কেননা সঠিক নিয়োগদাতা ছাড়া আবেদন করার সুযোগ থাকছে না। 

২০২৬ সালের জন্য নির্ধারিত ক্লিক ডে হবে আগামী বছরের ১২ জানুয়ারি এবং ৯, ১৬ ও ১৮ ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারীরা এই দিনগুলোতে সকাল ৯টায় নির্দিষ্ট পোর্টালে আবেদন জমা দিতে পারবেন। 

ইতালি প্রবাসীরা জানিয়েছেন, এবার আবেদন ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় বাংলাদেশি আবেদনকারীদের হয়রানির সুযোগ একেবারে কমে যাবে। ইতালিতে কাজের স্বপ্ন দেখা এমন অনেক বাংলাদেশির জন্য এই সুযোগ হতে পারে এক নতুন দিগন্ত।

Logo