Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে বাংলাদেশিদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১০:২৬

বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে বাংলাদেশিদের

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, চলতি বছরের আগস্টে প্রবাসী ও বিদেশ ভ্রমণকারীরা ক্রেডিট কার্ডে মোট ৪৪৩ কোটি টাকারও বেশি ব্যয় করেছেন, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি প্রদর্শন করে। গত বছরের আগস্টে এই অঙ্ক ছিল ৩৭২ কোটি টাকা। মাসভিত্তিক তুলনায় এটা জুলাইয়ের ৪৭৯ কোটি টাকার তুলনায় ৭.৫ শতাংশ কম। বাংলাদেশি সংবাদপত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ সংবাদ প্রকাশ করেছে।

দেশভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চ ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে; এরপর থাইল্যান্ড, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া ও কানাডা পর্যায়ক্রমে রয়েছে। ভিসা কার্ডের মাধ্যমে মোট লেনদেনের প্রায় ৭৪.৬৪%, মাস্টারকার্ড ১৫.০৩% এবং আমেরিকান এক্সপ্রেস ১০.২৬% অংশ দখল করেছে।

কেন্দ্রীয় ব্যাংক অনুযায়ী, একজন বাংলাদেশি প্রতি বছর ক্রেডিট কার্ড বা নগদ মিলে সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত বিদেশে ব্যয় করতে পারেন। আর দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের পরিসরও দ্রুত বেড়েছে; ২০২১ সালের ডিসেম্বরের শেষে প্রায় ১৮ লাখ ছিল, যা ২০২৫ সালের আগস্টে বৃদ্ধি পেয়ে ৩০ লাখেরও বেশি হয়েছে, প্রায় ৬৪% বাড়ত। 

এই তথ্যগুলো থেকে বোঝা যাচ্ছে-

- বেশি লোক বিদেশে ভ্রমণ ও খরচ করছে, জনগণের আয়-ব্যয়ের পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার ইঙ্গিত।  

- পর্যটন, শিক্ষা ও চিকিৎসাসহ নানা কারণে বিদেশ যাওয়া বেড়েছে।  

- ডলার সহজলভ্য হওয়ায় নগদ থেকে কার্ডে লেনদেন সরে আসছে। এই ট্রেন্ড ব্যাংকিং ও ইলেকট্রনিক পেমেন্ট গ্রহণযোগ্যতার লক্ষণ।  

- ক্রেডিট ব্যবহারের বৃদ্ধির সঙ্গে ব্যক্তিগত ঋণ, কার্ড অপর্যাপ্ত নিরাপত্তা বা অতিরিক্ত ব্যয়ের ঝুঁকি বাড়তে পারে; তাই গ্রাহক সচেতনতা ও নিয়ন্ত্রক নজরদারি জরুরি।

সার্বিকভাবে, পর্যটন ও আন্তর্জাতিক লেনদেনের পুনরুদ্ধার এবং পেমেন্ট সিস্টেমের বহুমুখীকরণ ইসলামিক অর্থনীতির সঙ্গে গতি পাচ্ছে, তবে ব্যক্তিগত আর্থিক সুস্থতার দিক থেকেও সতর্কতা জরুরি।

Logo