প্রবাসী কর্মীদের সন্তানের জন্য শিক্ষাবৃত্তি দিচ্ছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:২৪
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) ২০২৫ সালের এসএসসি/সমমান, ২০২৪ সালের এইচএসসি/সমমান এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান করেছে। ১৩ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই শিক্ষাবৃত্তি পেতে আবেদনকারীদের অবশ্যই বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত প্রবাসী কর্মীর সন্তান হতে হবে অথবা ওয়েজ কল্যাণ বোর্ডের সদস্যপদধারী প্রবাসী কর্মীর সন্তান হতে হবে। মৃত প্রবাসী কর্মীর সন্তানরাও এই সুবিধার আওতায় আসবেন, যদি তারা ওয়েজ কল্যাণ বোর্ডের আর্থিক অনুদানপ্রাপ্ত হন বা হওয়ার যোগ্য হন।
আবেদনকারীদের নির্ধারিত জিপিএ অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। যেমন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৮.৮০, মানবিক ও বাণিজ্য বিভাগে ৮.০০-৮.৯০ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ৩.৫০ জিপিএ প্রয়োজন।
আবেদনের সঙ্গে বিএমইটি ছাড়পত্রসহ পাসপোর্টের কপি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট, ছবি ও স্বাক্ষর, জন্মনিবন্ধন বা এনআইডি কপি এবং মৃত প্রবাসীর ক্ষেত্রে দূতাবাসের এনওসি সংযুক্ত করতে হবে।
শিক্ষাবৃত্তির মেয়াদ নির্ধারিত হয়েছে এসএসসি ক্যাটাগরিতে ২ বছর, এইচএসসি ক্যাটাগরিতে ৩-৫ বছর এবং ডিপ্লোমা ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত।
আবেদন করতে হবে অনলাইনে: https://portal.wewb.gov.bd।
আবেদন গ্রহণের সময়সীমা: ২৬ অক্টোবর ২০২৫ থেকে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদনপত্রে শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বর উল্লেখ বাধ্যতামূলক। পাসপোর্ট ও সনদে নামের গরমিলে আবেদন বাতিল হবে। সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য নয়।
বিস্তারিত তথ্যের জন্য ২৪/৭ প্রবাসবন্ধু কল সেন্টারে যোগাযোগ করা যাবে: দেশ থেকে ১৬১৩৫ (টোল ফ্রি) এবং বিদেশ থেকে +8809610102030 নম্বরে।
logo-1-1740906910.png)